Home / উপজেলা সংবাদ / চাঁদপুর তরপুরচন্ডী ইউনিয়ন যুবদল কমিটি অবাঞ্ছিত ঘোষণা ও মানববন্ধন
চাঁদপুর তরপুরচন্ডী ইউনিয়ন যুবদল কমিটি অবাঞ্ছিত ঘোষণা ও মানববন্ধন

চাঁদপুর তরপুরচন্ডী ইউনিয়ন যুবদল কমিটি অবাঞ্ছিত ঘোষণা ও মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট :

চাঁদপুর সদর উপজেলার ৭নং তরপুরচন্ডী ইউনিয়ন যুবদলের পূর্ণাঙ্গ কমিটি গত ১৯ জুন স্থানীয় পত্রিকার মাধ্যমে ঘোষণা করা হয়। এই কমিটি ঘোষণাকে কেন্দ্র করে তরপুরচন্ডী ইউনিয়নে যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড় ধরনের সংঘর্ষ।

ঘোষিত তরপুরচন্ডী ইউনিয়ন যুবদলের কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে দ্রুত সম্মেলনের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ বিক্ষোভ করেছে এলাকাবাসী।

শনিবার বিকেলে তরপুরচন্ডী বিএনপি কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন ও বিক্ষোভে ৯টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ যুবদলের স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

মানব বন্ধনে বক্তারা বলেন, এই কমিটি আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। এটি একটি অবৈধ পকেট কমিটি। থানা যুবদলের আহ্বায়ক মোফাজ্জল হোসেন চান্দু ঘরে বসেই এই কমিটি পত্রিকার মাধ্যমে ঘোষণা করেছেন।’

তারা বলেন, ‘গত ২০১৪ সালের ডিসেম্বর মাসে ইউনিয়নে বিএনপি কার্যালয়ে ওয়ার্ড যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের লিখিত মতামত ও ভোট নেয়া হয়। সেখানে প্রধান নির্বাচন কমিশন হিসেবে থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও ইউনিয়ন সমন্বয়কারী মো. বরকত উল্লাহ খান উপস্থিত ছিলেন। এছাড়া থানা যুবদলের ২ জন যুগ্ম আহ্বায়ক ও ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সিনিয়র নেতৃবৃন্দের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে আমাদের ভোট নেয়া হয় এবং তারা প্রাথমিক ফলাফল ঘোষণা দিয়ে যায়।’

বক্তারা আরো বলেন, ‘কোনো সভা-সমাবেশ ছাড়া এতদিন পরে হঠাৎ করেই ভোটের ফলাফলে যারা পরাজিত হয়েছে তাদেরকে প্রধান করে পত্রিকার মাধ্যমে পকেট কমিটি ঘোষণা করে। অবৈধ লেনদেনের মাধ্যমে এই কমিটি দেওয়া হয়েছে’ বলে দাবি করেন বক্তারা। তারা বলেন, ‘এই কমিটিকে আমরা অবাঞ্ছিত ঘোষণা করছি এবং দ্রুত ইউনিয়ন যুবদলের সম্মেলন দাবি করছি। অবিলম্বে ইউনিয়ন যুবদলের সম্মেলন দিয়ে তরপুরচন্ডী ইউনিয়নে যুবদলকে আরো শক্তিশালী ও সুসংগঠিত করার সুযোগ দেওয়া হোক।’

তারা বলেন, ‘যতদিন পর্যন্ত এ অবৈধ কমিটি বাতিল না করা হয় ততদিন পর্যন্ত আমরা সাংগঠনিকভাবে শৃঙ্খলাবদ্ধ আন্দোলন চালিয়ে যাবো।’

সভায় বক্তব্য রাখেন ৩নং ওয়ার্ড যুবদলের সভাপতি ও ইউপি সদস্য কাজী মান্নান মেম্বার, ৭নং ওয়ার্ড যুবদলের সভাপতি রাকিব হোসেন, ৮নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক কাদির খান, ৭নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক হাবিব গাজী, ৫নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক বশির বেপারী, ৯নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক সবুজ দর্জি, যুবদল নেতা জয়নাল ঢালী, বাবু মুন্সিসহ আর অনেকে।

আপডেট:   বাংলাদেশ সময়  ১১:২৩ অপরাহ্ণ, ২০ জুন ২০১৫, শনিবার

চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ এমআরআর/২০১৫

চাঁদপুর টাইমস ডট কম-এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না