Home / উপজেলা সংবাদ / চাঁদপুর সদর / তরপুরচন্ডীতে গরীব অসহায়দের মাঝে সেলাই মেশিন বিতরণ
Seli-machine

তরপুরচন্ডীতে গরীব অসহায়দের মাঝে সেলাই মেশিন বিতরণ

চাঁদপুর সদরের তরপুরচন্ডীতে তরুণ সমাজ সেবক আলমগীর বন্দুকশীর উদ্যোগে গরীব অসহায়দের মাঝে শনিবার (২৪ আগস্ট) সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন অনুসন্ধানী রক্তদান সংস্থার চেয়ারম্যান বিএম হারুন-অর-রশিদ, ইউপি মেম্বার শফিউদ্দিন (সাফা) বন্দুকশী , বিশিষ্ট ব্যবসায়ী হারুন খান, বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান , তরুণ সমাজসেবক কামাল সরদার, সুলতান মাহমুদ (রনি) সরদার, আহসান বন্দুকশী, আ: কাদির জমাদার প্রমুখ ।

প্রেস বিজ্ঞপ্তি