ঘন কুয়াশার কারণে ১৪ ঘণ্টা পর চাঁদপুর-ঢাকা নৌপথে লঞ্চ চলাচল শুরু হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৭টার সময় চাঁদপুরঘাট থেকে সোনার তরী-২ ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। প্রতি ঘণ্টায় চাঁদপুর লঞ্চ টার্মিনাল থেকে লঞ্চ ছাড়া হবে।
চাঁদপুর বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ট্রাফিক ইনস্পেক্টর আবদুল মান্নান বলেন, ঘন কুয়াশা কেটে যাওয়ায় ও আবহাওয়ার উন্নতি হওয়ায় সকাল সাড়ে ৭টা থেকে লঞ্চ চলাচলের সিদ্ধান্ত হয়।
এদিকে হঠাৎ করেই লঞ্চ চলাচল বন্ধ হওয়ায় দীর্ঘ সময় অপেক্ষায় রাতে চরম ভোগান্তিতে পড়েন ঢাকাগামী যাত্রীরা। বিকেল সাড়ে ৫টা থেকে রাজধানীর সদরঘাটসহ সারা দেশের সব নৌপথে যাত্রীবাহী লঞ্চ ও নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।
স্টাফ করেসপন্ডেট
২৯ ডিসেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur