Home / চাঁদপুর / চাঁদপুর-ঢাকা ঢাকা-চাঁদপুর লঞ্চ সময়সূচি
চাঁদপুর-ঢাকা ঢাকা-চাঁদপুর লঞ্চ সময়সূচি
প্রতীকী ছবি

চাঁদপুর-ঢাকা ঢাকা-চাঁদপুর লঞ্চ সময়সূচি

চাঁদপুর টাইমস পাঠকদের সুবিধার্থে কেবিন বুকিংসহ যে কোন তথ্য জানতে এই পোস্টের সাথে প্রতিটি লঞ্চ কর্তৃপক্ষের মোবাইল নাম্বার দেয়া আছে। লঞ্চ সময় সূচী:চাঁদপুর-ঢাকা-চাঁদপুর Launch Schedule:Chandpur-Dhaka-Chandpur

 চাঁদপুর টু ঢাকা 

ক্রঃ-   লঞ্চের নাম-           ছাড়ার সময়-         যোগাযোগ
সকাল
০১. এম ভি নিউ আল-বোরাক- ৬.০০ মিনিট- ০১৮১৮০০২০২৯

০২. এম ভি রিফল- ৬.৪৫ মিনিট- ০১৭১৬৫০১০৭৭

০৩. এম ভি দেশান্তর- ৭.৩০ মিনিট-

০৪. এম ভি ঈগল- ২ ৮.০০ মিনিট- ০১৭১১০০৮৭৭৭

০৫. এম ভি ঈগল- ৩ ৯.০০ মিনিট- ০১৭১১০০৮৭৭৭

০৬. এম ভি রফ রফ- ৯.৩০ মিনিট- ০১৮১৮০০২০২৯

০৭. এম ভি বোগদাদীয়া ৮/৯-  ১০.৩০ মিনিট- ০১৭১১০০৮৭৭৭

০৮. এম ভি রাসেল ৩-    ১১.০৫ মিনিট-  ০১৭১২৭৩৫৩০০

দুপুর
০৯ এম ভি রফরফ ২-         ১২.০০ মিনিট-  ০১৮১৮০০২০২৯

১০. আব-এ-জমজম-          ১.০০ মিনিট-    ০১৭২৪৭৬৬৭২০

১১. এম ভি মেঘনা রাণী- ১  ২.০০ মিনিট-    ০১৭১১০০৮৭৭৭

১২. এম ভি সোনার তরী-১   ২.৫০ মিনিট-   ০১৭১৬৫০১০৭৭

১৩. এম ভি সোনার তরী-২   ৩.৪০ মিনিট-   ০১৭১৬৫০১০৭৭
১৪. এম ভি বোগদাদীয়া-৭ ৫ :০০ মিনিট- ০১৭১১০০৮৭৭৭
১৫. এম ভি ইমাম হাসান-৫ ৬ :০০ মিনিট ০১৭১১০০৮৭৭৭

রাত
১৬ এম ভি মিতালী-৪ ৯.৪০ মিনিট ০১৮১৮০০২০২৯

১৭ এম ভি ইমাম হাসান-২ ১১.১০ মিনিট ০১৭১১০০৮৭৭৭

১৮ এম ভি জমজম-১/তাক্ওয়া ১১.২০ মিনিট ০১৭১৪২৪৮৫৮৯ ০১৯৪৫৩৮৭৩৭০

১৯ এম ভি ময়ুর-৭ ১২.১৫ মিনিট ০১৭৫৯৯৪৪১৪৪

ঢাকা টু চাঁদপুর

ক্রঃ নং লঞ্চের নাম ছাড়ার সময়

০১ এম.ভি সোনার তরী/বাঘের হাট – সকাল ০৬:৪৫ মি:,
০১ সোনার তরী-১ – সকাল ০৭:২০ মি:,

০২ নিউ মেঘনারানী – সকাল ৮:০০ মি:,

০৩ এমভি ভোগদাদীয়া-৭ – সকাল ৮:৩০ মি:,

০৪ এম.ভি আব এ জমজম-১/ এম.ভি তাকওয়া – সকাল ৯:১৫ মি:

০৫ মিতালী-৪ – সকাল ৯:৫০ মি:,

০৬ এম.ভি স্বর্ণদ্বীপ-৮ – সকাল ১০:১৫ মি:,

০৭ এম.ভি ইমাম হাসান-২ – সকাল ১১:০০ মি:,

০৮ এম.ভি ইমাম হাসান-৫ – দুপুর ১১:৪৫ মি:,

০৯ এম.ভি ময়ুর-৭ – দুপুর ১:৩০ মি:,

১০ এম.ভি ঈগল-২/৩ – দুপুর ২:৩০ মি,

১১ এমভি রফরফ – দুপুর ৩:৩০ মি:,

১২ এম.ভি ঈগল-১ – বিকাল ৪:৩০ মি:,

১৩ এম. ভি দেশান্তর -বিকাল ৫:৩০ মি:,

১৪ কালাইয়া – বিকাল ৬:০০ মি:,

১৫ এমভি নিউ আল বোরাক – বিকাল ৬:৪৫ মি:,

১৬ রাঙ্গাবালী – সন্ধ্যা ৭:৩০ মি:,

১৭) এমভি রিপল/সোনার তরী সন্ধ্যা ৭:৪৫ মি:,

১৭ হুলারহাট/বরগুনা – রাত ৮:৩০ মি: (সাময়িক বন্ধ)

১৮ এম.ভি নিউসান-৪/ এম.ভি জলতরঙ্গ – রাত ৮:৩০ মি:,(সাময়িক বন্ধ)

১৯ এম. ভি আব এ জমজম – রাত ১১:৩০ মি:,

২০ এম.ভি রফরফ – রাত ১২:০০ মি:,

২১ এম.ভি প্রিন্স অব রাসেল-৩ – রাত ১২:৩০ মি:,

চাঁদপুর-ঢাকা রুটে একসময় ঐতিহ্যবাহী ‘বেঙ্গল ওয়াটার’ নামে লঞ্চ সার্ভিস ছিল যা এখন আর নেই। তবে এখন বেশ ক’টি উন্নতমানের লঞ্চ প্রতিদিন ঢাকা-চাঁদপুর রুটে চলাচল করছে।

এগুলির মধ্যে আব-এ-জমজম, রফ রফ, ময়ূর-১, ময়ূর-২, আল বোরাক, মেঘনা রাণী, ইমাম হাসান ইত্যাদি লঞ্চ সার্ভিসের নাম উল্লেখযোগ্য। এছাড়া ঢাকা – চাঁদপুর – ঢাকা : নদী পথে ”ম্বয়ূর -৭” নামে , একটি বিলাস বহুল ও অত্যাধুনিক লঞ্চ চলাচল করছে।

তথ্যসূত্র: চাঁদপুর লঞ্চঘাট ইজারাদার কর্তৃপক্ষ,

প্রসঙ্গত, আমরা এই সূচিটি বন্দর কর্তৃপক্ষ সূত্রে নিশ্চিত হওয়ার চেষ্টা করেছি, সময় সূচি অনুযায়ী অনেক সময় এক লঞ্চের পরিবর্তে অন্য লঞ্চ ব্যবহার করা হয়। সর্বোপরী ভুলভ্রান্তির জন্য চাঁদপুর টাইমস দায়ী নয়।

ইচ্ছা করলে আপনি লেখাটি কিংবা আমাদের এই পোষ্টের লিংকটি সংরক্ষণের জন্য ফেসবুক টাইমলাইনে শেয়ার করে নিতে পারেন।