শরীফুল ইসলাম:
চাঁদপুর ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ আব এ জমজম থেকে জৈনক এক যুবতি পানিতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে ।
শনিবার বিকেল সাড়ে ৩ টায় নারায়নগঞ্জ জেলার ফতুল¬া থানার ডিগ্রীর চর নামক স্থানে চলন্ত লঞ্চ থেকে যুবতি পানিতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে।
শেষ খবর পাওয়া পর্যন্ত যুবতির লাশ খুজে পাওয়া যায়নি। আব এ জমজম লঞ্চের কেরানি সাইফুল ঘটনাটি চাঁদপুর টাইমসকে নিশ্চিত করেছেন।
চাঁদপুর নৌ পুলিশের ইনচার্জ মোশারফ চাঁদপুর টাইমসকে জানায়, চাঁদপুর থেকে যাত্রীবাহী লঞ্চ আব এ জমজম দুপুর ১টায় ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। বিকেল সাড়ে ৩ টায় নারায়নগঞ্জ জেলার ফতুল¬া থানার ডিগ্রীর চর নামক স্থানে গেলে চলন্ত লঞ্চ থেকে যুবতি পানিতে ঝাঁপ দিয়ে নিখোজ হয়ে যায়। প্রায় ৩০ মিনিট লঞ্চ থামিয়ে খোজাখুঁজি করলেও কোন সন্ধান মিলেনি।
ধারণা করা হচ্ছে নিখোঁজ যুবতির বাড়ি চাঁদপুরে। তবে আত্মহত্যার উদ্দেশ্যে সে পানিতে ঝাঁপ দিয়েছে। লঞ্চের যাত্রীরা জানায়, যুবতি চাঁদপুর থেকে তার প্রেমিককে নিয়ে ঢাকার রওনা দেয়। তার সাথে বাকবিতন্ড হলে সে পানিতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে।
ফতুল¬া থানার বক্তাবলী ফাড়ির ইনচার্জ জহির আহাম্মেদও যুবতির লাশ না পাওয়ার কথা জানান ।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur