চাঁদপুর

চাঁদপুর ড্রামার ‘চোর চোর’ নাটক মঞ্চস্থ

চাঁদপুর মুক্তিযুদ্ধের বিজয় মেলার মঞ্চে ১৮তম দিনে রোববার (১৮ ডিসেম্বর) রাত ৮টায় বিজয় মেলা মঞ্চে বাংলাদেশ গ্রুফথিয়েটার ফেডারেশনের সদস্য ভুক্ত সংগঠন চাঁদপুর ড্রামার পরিশেনায় “চোর চোর” নাটক মঞ্চস্থ হয়েছে।

নাটকের পূর্বে সাংস্কৃতিক ও নাট্য পরিষদের ব্যবস্থাপনায় সংগঠনের কর্মকর্তাদের হাতে বিজয় মেলার সম্মাননা ক্রেস্ট তুলে দেন মেলার কর্মকর্তারা।

সংক্ষিপ্ত আলোচনা সভায় সাংস্কৃতিক ও নাট্য পরিষদের আহ্বায়ক তপন সরকারের সভাপতিত্বে এবং সদস্য সচিব শরীফ চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন, মডেল থানার অফিসার ইনচার্জ ওয়ালী উল্যাহ অলি, কাউন্সিলর ফরিদা ইলিয়াছ, সংগঠনের সাবেক সভাপতি খাইরুল ইসলাম বিল্লাল, মাঠ ও মঞ্চের আহ্বায়ক হারুন আল-রশীদ।

নাটকের রচিত ছিলেন জিয়া আনসারী। নির্র্দেশনায় ছিলেন প্রয়াত ননী গোপাল দেসহ নির্র্দেশনায় ছিলেন মজিবুর রহমান দুলাল, পরিমল দাস নুপুর।

নাটকটিতে অভিনয় করেন, মজিবুর রহমান দুলাল, পরিমল দাস নুপুর, মানিক পোদ্দার, আফসানা আকতার তন্নী, অজিত সরকার, কৃঞ্চ গোপাল সরকার, তানিয়া আক্তার।

এদিকে বিকেলে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা উপ-পরিষদের ব্যবস্থাপনায় কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

৪টি গ্রুপে প্রায় অর্ধশতাধিক প্রতিযোগি এতে আংশ নেয়। সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা উপ-পরিষদের আহ্বায়ক ডা. পীযূষ কান্তি বড়–য়ার পরিচালনায় প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন, জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার আবু সালেহ মো. আব্দুল্লাহ, ইসমত আরা সাফি বণ্যা, পীযূষ রায় চৌধুরী।

পরে প্রতিযোগিতার বিজয়ীদের মাধে পুরস্কার তুলে দেন বিচারকরা।

প্রতিবেদক-আশিক বিন রহিম ।। আপডটে, বাংলাদশে সময় ১০ : ৫৯ পিএম, ১৮ ডিসেম্বর ২০১৬ রোববার
এইউ

Share