Home / চাঁদপুর / আমার ভুল–ত্রুটি থাকলে অবশ্যই তুলে ধরবেন: ডিসি
ডিসি

আমার ভুল–ত্রুটি থাকলে অবশ্যই তুলে ধরবেন: ডিসি

চাঁদপুর প্রেসক্লাবের উদ্যোগে পত্রিকা বিলিকারকদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ১০ ডিসেম্বর বুধবার সন্ধ্যায় চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে অর্ধশতদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল প্রদান করা হয়। শীতের প্রকোপে কষ্টে থাকা বিলিকারকদের মুখে আনন্দ ফোটাতে এ মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা প্রশাসক (ডিসি) মো. নাজমুল ইসলাম সরকার। তিনি বলেন, যারা পত্রিকা বিলি করেন, আপনারাই আমাদের সমাজের গুরুত্বপূর্ণ অংশ। ভোরের প্রথম আলো ফোটার আগেই আপনারা সবার হাতে সংবাদ পৌঁছে দেন—এটাই আপনাদের নিবেদিতপ্রাণতার প্রমাণ। প্রেসক্লাবের মাধ্যমে আপনাদের জন্য কিছু করতে পারলে আমি সত্যিই আনন্দিত হবো।

প্রশাসন ও সাংবাদিকরা একসুতোর মতো যুক্ত। আমি মাঠে কাজ করি—কাদা–মাটিই আমার সঙ্গী। জনজীবন সুন্দর ও স্বচ্ছ রাখতে আমাদের একসাথে কাজ করতে হবে। সামনে আপনারা ভোটকেন্দ্রে যাবেন—একটি গণভোট, আরেকটি জনপ্রিতিনিধি ভোট আপনারা দিবেন। এখানে যেসব সমস্যা আছে, সাংবাদিকদের সাথে নিয়ে সেগুলো সমাধান করার চেষ্টা করবো। আমার ভুল–ত্রুটি থাকলে অবশ্যই তুলে ধরবেন। সাংবাদিকরা সরকারের উন্নয়নে অপরিসীম ভূমিকা রাখে—চাঁদপুরকে এগিয়ে নিতেও আপনারা সেই কাজই করে যাচ্ছেন।

একটি শিক্ষা প্রতিষ্ঠানকে সতর্ক করা মানে পুরো সমাজব্যবস্থাকে সঠিক পথে আনতে সাহায্য করা। সমাজ পরিবর্তনের জন্য মাঝে মাঝে একটু নাড়া দেওয়া প্রয়োজন। আমার ভাবনাকে বাস্তবে রূপ দিতে চাই। আমি কিছু পাওয়ার জন্য চাঁদপুরে আসিনি; বরং কিছু করার উদ্দেশ্যে এখানে এসেছি।

আমি সাংবাদিকদের পাশে আছি, এবং আপনাদের সঙ্গে কাজ করে চাঁদপুরকে আরও এগিয়ে নিতে চাই। প্রেস ক্লাবের এ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলের দায়িত্ব। প্রেস ক্লাবের এমন সামাজিক কর্মকাণ্ড অব্যাহত রাখার আহ্বান জানান অতিথিরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি রহিম বাদশা। পরিচালনা করেন সাধারণ সম্পাদক কাদের পলাশ। এছাড়াও প্রেস ক্লাবের সিনিয়র ও নবীন নেতৃবৃন্দ উপস্থিত থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ কার্যক্রমে অংশ নেন। কম্বল পেয়ে উপকারভোগীরা চাঁদপুর প্রেস ক্লাবসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক জালাল চৌধুরী, শরীফ চৌধুরী, গিয়াসউদ্দিন মিলন, সাবেক সাধারণ সম্পাদক সোহেল রুশদী, জিএম শাহিন, মির্জা জাকির, আল ইমরান শোভন,বর্তমান কমিটির সহ-সভাপতি আলম পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন লিটন, মোরশেদ আলম, আব্দুল আউয়াল রুবেল, সাংগঠনিক সম্পাদক এম এ লতিফ, ইয়াসিন ইকরাম, একে আজাদ, তালহা জুবায়ের, কোষাধ্যক্ষ কে এম সালাউদ্দিন, প্রচার ও দপ্তর সম্পাদক শরীফুল ইসলাম, ক্রীড়া সম্পাদক এম আর ইসলাম বাবু, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম অনিক, প্রকাশনা ও লাইব্রেরী সম্পাদক হাসান মাহমুদ, কার্যনির্বাহী সদস্য ফারুক আহম্মদ ও ওয়াদুদ রানা।

নিজস্ব প্রতিবেদক/
১০ ডিসেম্বর ২০২৫