চাঁদপুর ডিসি অফিসে নিজ গাছতলা ঈদগাহ কমিটির সভা

চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউপি নিজ গাছতলা মরহুম আলহাজ্ব মাওলানা মো. ছালামত উল্লাহ্ খান (রহ.) ইদগাহ ময়দানের কার্যকরী কমিটির সাধারণ সভা সোমবার (৩০ মে) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

এতে সভাপতিত্ব করেন চাঁদপুরের জেলা প্রশাসক ও ইদগাহ্ কমিটির সভাপতি মো. আব্দুস সবুর মন্ডল।

সাধারণ সভায় আরো বক্তব্য রাখেন, ইদগাহ ময়দানের কার্যকরী সভাপতি রোটা. মো. মিজানুর রহমান খান, সিনিয়র সহ সভাপতি মো. সেকান্দর আলী মিয়াজী, সহ-সভাপতি ও বাগাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন গাজী বিল্লাল, সাধারণ সম্পাদক প্রফেসর মো. শফিউল আলম শাহজাহান।

সভার শুরুতেই গত সভার কার্যবিবরণ পাঠ, সিদ্ধান্ত ও এর অগ্রগতি তুলে ধরেণ কমিটির দপ্তর সম্পাদক ও বাগাদী ইউনিয়ন পরিষদ সচিব মো. ছালামত উল্লাহ্ খান শাহীন।

এসময় উপস্থিত ছিলেন কমিটির প্রচার সম্পাদক মো. আমিন উল্লাহ বেপারী, সাধারণ সদস্য মো. ইসহাক গাজী, মো. জাকির হোসেন খান, মো. বেলায়েত হোসেন বাবুল, মো. ডা. রুহুল আমিন, মো. আনোয়ার হোসেন আনু, নাছির উদ্দিন টেলু, মো. অহিদ উল্লাহ পন্ডিত, মো. খোরশেদ আলম মোল্লা, জাকির হোসেন খান, বিল্লাল হোসেন খান, জয়নাল আবেদীন প্রমুখ।

]আশিক বিন রহিম[

: আপডেট, বাংলাদেশ সময় ১০:২০ পিএম, ৩০ মে ২০১৬, সোমবার
ডিএইচ

Share