চাঁদপুরের জেলা প্রশাসকের কার্যালয়ে বৃহস্পতিবার (২৬ মে) সকাল সাড়ে ৮ টায় কর্মকর্তা কর্মচারীদের ডিজিটাল হাজিরা উপস্থিতি উদ্বোধন করেছেন চাঁদপুর জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, এতোদিন খাতায় স্বাক্ষর করে সকাল ৯ টার মধ্যে উপস্থিতির নিয়ম থাকলেও সঠিক সময়ে এবং কে কখন অফিসে উপস্থিত হতো, তা নিরূপন করা বেশ জটিল ছিল। ডিজিটাল পদ্ধতিতে এখন সময়টা উল্লেখ থাকবে। প্রত্যেক কর্মকর্তা কর্মচারীকে ফিংগার প্রিন্টের মাধ্যমে এখন অফিসে যথাসময়ে উপস্থিত হতে হবে।
এতে কেউ অফিসে টাইমের আগে এবং পরে হাজির হলে বা প্রস্থান করলে রেকর্ড থাকবে। যথারীতি অফিস টাইম শেষ করে ফিংগার প্রিন্টের মাধ্যমে অফিস ত্যাগ করতে হবে।
জেলা প্রশাসক জানান, ডিজিটাল হাজিরা হওয়ায় জনবান্ধব প্রশাসন প্রতিষ্ঠায় চাঁদপুর আরো এক ধাপ এগিয়ে গেলো।
আনোয়ারুল হক
: আপডেট, বাংলাদেশ সময় ৪:১০ পিএম, ২৬ মে ২০১৬, বৃহস্পতিবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur