Home / চাঁদপুর / মাদক নিয়ন্ত্রণ প্রতিরোধের মাধ্যমে সমাধান করা সম্ভব: ডিসি
ডিসি

মাদক নিয়ন্ত্রণ প্রতিরোধের মাধ্যমে সমাধান করা সম্ভব: ডিসি

চাঁদপুরের ডিসি কামরুল হাসান বলেছেন, ‘মাদক নিয়ন্ত্রণ প্রতিরোধের মাধ্যমে সমাধান করা সম্ভব। বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী মাদকবিরোধী এবং প্রতিরোধে করছে। সমাজের বড় একটি অংশ নেশায় আসক্ত হয়ে পড়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে।’

“মাদকের আগ্রাসন দৃশ্যমান, প্রতিরোধই সমাধান” এই প্রতিপাদ্যে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস- ২০২৪ উদযাপন উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে তিনি এসব কথা বলেন।

১৪ জুলাই রোববার উদ্বোধন শেষে র‌্যালি, আলোচনা সভা এবং রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। এটি ব্যক্তি, পরিবার, সমাজকে ধ্বংস করে। সমাজের সৃজনশীল অংশ তরুণদের তিলে তিলে শেষ করে দেয়। বর্তমানে দেশের প্রায় ৬২ শতাংশ মানুষ কর্মক্ষম রয়েছে। যাকে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বলা হয়। এই কর্মক্ষম মানুষকে দেশের উন্নয়নে কাজে লাগাতে হলে মাদক থেকে তাদের দূরে রাখতে হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ সাহাদাৎ হোসেন। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট একরামুল সিদ্দিকীর সভাপতিত্বে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ মোস্তাফিজুর রহমানের পরিচালনায় আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, আলেম সমাজ, সুধীমহল, শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

স্টাফ করেসপন্ডেট, ১৪ জুলাই ২০২৪