চাঁদপুর

চাঁদপুর ডিবি পুলিশের ‘ঝটিকা’ অভিযানে মাদকসহ আটক ৬

চাঁদপুর শহরের বিভিন্ন স্থানে শনিবার (৮ অক্টোবর) রাত ১০ টা থেকে ১২টা পর্যন্ত জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ঝটিকা অভিযানে মাদক ও ছিনতাইয়ের অভিযোগে ৬ জনকে আটক করা হয়েছে। এসময় ২২৫ পিছ ইয়াবা ও ৪ বোতল পেন্সিডেল উদ্ধার করা হয়।

আটককৃতরা হলো, ব্যাংক কলোনির টায়ার বাবুল (৪৬), ইউনুছ রাড়ী (৩৩), রায়হান গাজী, জিটি রোড আকন বাড়ির জুয়েল আকন (৩৩), তালতলা পাটোয়ারী বাড়ির জাহিদুল ইসলাম সবুজ পাটোয়ারী ও লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ফরিদদ এলাাহী পারভেজ (২০)।

গোয়েন্দা পুলিশ জানায়, উপ-পরিদর্শক (এসআই) খন্দকার মো. ইসমাইল ও সঙ্গীয় ফোর্স চাঁদপুর শহরের মাঝি বাড়ি, বিষ্ণুদি রোড, বাস স্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে ৬ জনকে আটক করা হয়। আটককৃত সবুজ, রায়হান ও পারভেজের মূল পেশা ছিনতাই। এরা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নিরীহ যাত্রীদের টার্গেট করে প্রকাশ্যে লোকজনের সামনে থেকে মোবাইল, টাকা-পয়সা, স্বর্ণ ছিনতাই করে পালিয়ে যায়। দেখেও কেউ ভয়ে কেউ কিছু বলার সাহস করে না। বাকী ৩জনকে ইয়াবা ও ফেন্সিডেলসহ আটক করা হয়

চাঁদপুর জেলা গোয়েন্দা (ডিবি) উপ-পরিদর্শক খন্দকার ইসমাইল চাঁদপুর টাইমসকে জানায়, ‘আটককৃতরা মাদকসেবী ও ছিনতাইকারী, ঝটিকা অভিযানের মাধ্যমে এদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।’

স্টাফ করেসপন্ডেন্ট : আপডেট, বাংলাদেশ সময় ০২:০০ এএম, ১০ অক্টোবর ২০১৬, সোমবার
ডিএইচ

Share