Home / উপজেলা সংবাদ / কচুয়া / চাঁদপুর ডিবি পুলিশের গাড়িতে ডাকাতির চেষ্টাকালে আটক ২
চাঁদপুর ডিবি পুলিশের গাড়িতে ডাকাতির চেষ্টাকালে আটক ২

চাঁদপুর ডিবি পুলিশের গাড়িতে ডাকাতির চেষ্টাকালে আটক ২

চাঁদপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের গাড়িতে ডাকাতির চেষ্টাকালে ২জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ মার্চ) ভোররাতে কচুয়া উপজেলার রহিমানগর বাজারে এ ঘটনা ঘটে।

চাঁদপুর টাইমসকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ জানায়, উপপরিদর্শক (এসআই) মো. ইসমাইল ও এএসআই আহসানুজ্জামান লাবু রাত ৩টার দিকে মাদকবিরোধী অভিযানে সিএনজি যোগে কচুয়ার রহিমানগর বাজার এলাকায় পৌঁছলে ৪ ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে ব্যারিকেড দেয়। পরে ডিবি পুলিশ হাতেনাতে কচুয়া উপজেলার কালামিয়া এলাকার মো. সুফিয়ান (২০) ও সাতবাড়িয়া এলাকার আবুল বাশার (৪০) ২টি হকিস্টিকসহ আটক করে। অন্য দু’জন পালিয়ে যেতে সক্ষম হয়।
জিজ্ঞাসাবাদে পালিয়ে যাওয়া ব্যক্তি পরিচয়ে আটককৃতরা একই উপজেলার মাদক ব্যবসায়ী সোহাগ (২৫) এর কথা জানায়।
পরে পুলিশ সারপাড়া এলাকা থেকে সোহাগের ফেলে যাওয়া চাপাতি উদ্ধার করে।

আটককৃতদের জিজ্ঞাসাবাদে আরো জানায়, সোহাগ তাদেরকে ২০০ টাকার বিনিময়ে ভাড়া করে এবং মাদক ব্যবসায়ী অনেক টাকা নিয়া সিএন জি করে আসতেছে, সিএনজিটি দাঁড়া করাতে পারলে অতি সহজে টাকা ছিনতাই করা যাবে বলে লোভ দেখায়।

গোয়েন্দা পুলিশের বরাতে স্থানীয়দের বক্তব্যে জানা যায়, সোহাগ স্থানীয় রাজনৈতিক ছত্র ছায়ায় রহিমানগর এলাকায় মাদক ব্যবসাসহ কচুয়া কালিয়া পাড়া রাস্তায় যাত্রীবাহী যানবাহন ঠেঁকিয়ে ডাকাতি করে।

আটককৃতদের বিরুদ্ধে দস্যু আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করলে, বৃহস্পতিবার আদালত তাদেরকে জেলহাজতে প্রেরণ করে।

স্টাফ করেসপন্ডেন্ট : আপডেট ১০:২৪ পিএম, ২৪ মার্চ ২০১৬, বৃহস্পতিবার

ডিএইচ