চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে শুক্রবার (২৭ জানুয়ারি) রাত ১১টার দিকে শহরের ফয়সাল মার্কেটের সামনে থেকে দু’জনকে ৭৩ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
শনিবার (২৮ জানুয়ারি) গোয়েন্দা পুলিশের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটককৃতরা হলেন, বিষ্ণুদি মাদ্রাসা রোডের ভাড়াটিয়া ফরিদগঞ্জ উপজেলার ইসলামপুর গ্রামের বাসিন্দা মো. সজিব হোসেন (২০) ও চাঁদপুর সদর সফরমালী গ্রামের মাহমুদুল হাসান ভুট্টু (২১)।
চাঁদপুর গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই মো আহসানুজ্জামান, এএসআই মো. ফখরুদ্দিন ও তাদের সঙ্গীয় ফোর্সের অভিযানে ফয়সাল মার্কেটের সামনে থেকে ৩ পিস ইয়াবা সহ মোঃ সজিব হোসেন সেতু ও তার দেয়া তথ্যের ভিত্তিতে বাসস্ট্যান্ড থেকে ৭৩ পিসসহ মাহমুদুল হাসান ভুট্টু (২১)কে আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তি
: আপডেট, বাংলাদেশ সময় ০৯: ৩০ পিএম, ২৮ জানুয়ারি ২০১৭, শনিবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur