চাঁদপুর

চাঁদপুর ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১

চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ওয়ারলেছ বাজার থেকে সোমবার (১২ জুন) সন্ধ্যায় সাড়ে ৬ টার দিকে ৯৮ পিস ইয়াবাসহ যুবককে আটক করা হয়েছে।

আটককৃত যুবক চাঁদপুরের কচুয়া উপজেলার দক্ষিণ আশ্রাফপুর গামের বাসিন্দা মো. ফারহান (২১)

জেলা গোয়েন্দা পুলিশের পাঠানো এক প্রেস বার্তায় জানানো হয় উপ-পরিদর্শক (এসআই) আহসানুজ্জামান সঙ্গীয় অফিসারদের সাথে নিয়ে চেকপোস্ট বসিয়ে সিএনজি তল্লাসী করে ফারহানকে আটক করে।

জিজ্ঞাসাবাদে ফারহান জানিয়েছে ‘জব্দকৃত ইয়াবাগুলো কচুয়া থানার দক্ষিণ আশ্রাফপুর গ্রামের নুরুজ্জামানের ছেলে সোহেলের নিকট হতে পাইকারী দামে ক্রয় করে নিয়ে আসে।

আটককৃত ও পলাতক দু’জনের বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তি
: আপডেট, বাংলাদেশ সম ১০: ৩০ পিএম, ১২ জুন ২০১৭, সোমবার
ডিএইচ

Share