চাঁদপুর শহরের ডায়াবেটিক ও চক্ষু হাসপালের সামনে সনি-র্যাংগসের শোরুম (প্রদর্শনী ও বিক্রয়কেন্দ্র) শুভ উদ্বোধন করা হয়েছে। ৭ ফেব্রুয়ারি সোমবার বেলা ১১টায় প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে শোরুম উদ্বোধন করেন কোম্পানীর ডেপুটি জেনারেল ম্যানাজার (রিটেইল সেলস) কেএম মোসাদ্দেক উল্লাহ মুন্না।
উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কোম্পানীর ম্যানাজার (ডিলার সেলস) সেলিম রেজা, ডেপুটি ম্যানাজার (ডিলার চ্যানেল- কুমিল্লা অঞ্চল) মাসুদ ইবনে করিম, আবুল হোসাইন, চাঁদপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দেওয়ান মো. সফিকুজ্জামান, দৈনিক চাঁদপুর সময় পত্রিকার সম্পাদক কাজী মোহাম্মাদ ইব্রাহিম জুয়েল, কোম্পানীর এক্সিকিউটিভ রিটেইল সেলস এমডি মামুনুর রশিদ, চাঁদপুর শোরুম ম্যানাজার এমডি ওয়াহেদ উল্লাহ প্রমুখ।
সনি-র্যাংগস চাঁদপুর শোরুমের কর্মকতারা জানান, এখানে সনি-র্যাংগস, ক্যালভিনেটর, এলজি, ইলেক্টোলাক্স, ফিলিপস সহ বিশ্বমানের সকল ইলেক্টনিক্স পন্য কোম্পানীর সকল সুযোগ-সুবিধাসহ সুলবমূলে পাওয়া যাবে।
প্রতিবেদকঃ আশিক বিন রহিম, ৭ ফেব্রুয়ারি ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur