পুলিশ সুপার জিহাদুল কবির বলেছেন,‘ডায়াবেটিক সমিতির মুল প্রতিপাদ্য গরিব রোগীদের সেবা প্রদান করা। এখানে যারা আসবে সকলে যেনো হাসিমুখে সেবা নিয়ে ফিরে যেতে পারে। সকলে বারতি কোন বেনেফিডের জন্য কাজ করে না।’
বৃহস্পতিবার(৬ সেপেটম্বর) সকালে চাঁদপুরে ডায়াবেটিক সেবা দিবস ও বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা জাতীয় অধ্যাপক ডাঃ মোঃ ইব্রাহীম মৃত্যুবার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ দিন অধ্যাপক ডাঃ মোঃ ইব্রাহীম ২৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার আরো বলেন, এখানে যিনি জায়গাটি দান করেছেন, তাকে ধন্যবাদ জানাই। আমারা প্রত্যেকে যে সামাজিক দায়বদ্ধতা রয়েছে সকলে মিলে কাজ করবো। আমরা সব ভালো কাজে সাথে একত্রিত ভাবে কাজ করবো।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়মী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, দোকান মালিক সমিতির সভাপতি মোস্তাক হায়দার চৌধুরী, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী,
জেলা ন্যাপের সভাপতি মুক্তিযোদ্ধা আবুল কালাম পাটওয়ারী, চাঁদপুর চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি সুভাষ চন্দ্র রায়, সহ-সভাপতি তমার কুমার ঘোষ, ডায়াবেটিক সমিতির সদস্য অধ্যাপক মোহাম্মদ হোসেন খান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রশিদ সরদার, রফ রফ লঞ্চের পরিচালক বারেক হাজী প্রমুখ।
প্রতিবেদক: শরীফুল ইসলাম
৬ সেপেটম্বর,২০১৮
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur