চাঁদপুর শহরের দর্জি ঘাট সংলগ্ন বেপারী ও ঢালী বাড়ির সামনে ডাকাতিয়া নদী থেকে শুক্রবার (১৩ জানুয়ারি) অজ্ঞাত যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।
সকালে স্থানীয়রা ভাসমান অবস্থায় যুবকের লাশ দেখতে পেয়ে পুলিশ কে বিষয়টি অবহিত করে।
পরে সকাল ১১টায় পুলিশের এস আই নিজাম উদ্দিন ভূঁইয়া সঙ্গীয় ফোর্স নিয়ে নদী থেকে লাশটি উদ্ধার করে। যুবকের বয়স আনুমানিক ৩০ হবে বলে পুলিশ সূত্রে জানা যায়।
এস আই নিজাম উদ্দিন ভূঁইয়া জানায়, যুবকের মাথায় ও বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য লাশ থানায় নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু যুবকের কোন পরিচয় পাওয়া যায় নি।
এ ঘটনা চারদিকে ছড়িয়ে পড়লে বিভিন্ন স্থান থেকে উৎসুক জনতা লাশটি দেখার জন্য ওই এলাকায় ভিড় জমায়।
মাজহারুল ইসলাম অনিক
।। আপডটে, বাংলাদশে সময় ১ : 1০ পিএম, ১৩ জানুয়ারি ২০১৭ বৃহস্পতিবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur