চাঁদপুর জেলা ট্রাফিক বিভাগের আয়োজনে পরিবহন চালক ও হেলপারদের প্রশিক্ষণ কর্মশালা বৃহস্পতিবার ১৭ (আগস্ট) বেলা ১১ টায় চাঁদপুর সদর মডেল থানা হলরুমে অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধন করেন পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম।
তিনি বলেন,‘সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি’অথচ এ কথাটা পরিহরন চালকরা জানেন কিন্তু মানে না। আপনারা যারা এ কাজের সাথে জড়িত তাদের মনে রাখতে হবে যে আপনাদের ছোট্ট একটা ভুলে অনেকগুলা প্রাণ ঝড়ে যেতে পারে। তাই চালকদের অনেক বেশি দায়িত্বশীল হতে হবে।’
জেলা ট্রাফিক পুলিশ পরিদর্শক দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও মডেল থানার উপ-পরিদর্শক হারুনুর রশিদের পরিচালনায় বক্তব্য রাখেন আতিরিক্ত পুলিশ সুপার আফজাল হোসেন,বিআরটিএ এর উপ-পরিচালক ইমরান হোসেন প্রমুখ।
এ সময় জেলা ট্রাফিক বিভাগের অন্যান্য কর্মকর্তা ও পরিবহন মালিক এবং শ্রমিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদক:আশিক বিন রহিম
আপডেট,বাংলাদেশ সময় ৭:১০ পিএম,১৭আগস্ট ২০১৭,মঙ
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur