চাঁদপুর

চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের পিঠা উৎসব

চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের আয়োজনে পিঠা উৎসব সম্পন্ন হয়েছে। বুধবার সন্ধ্যায় অনুষ্ঠিত এ পিঠা উৎসবে নানা ধরনের বাহারীসব পিঠা নিয়ে অনুষ্ঠানে হাজির হন টেলিভিশন সাংবাদিক ফোরামের সদস্যদের পরিবারের লোকজন। অনুষ্ঠানে যুক্ত হয়ে পিঠা স্টলগুলো ঘুরে দেখেন অতিথিরা।

টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আল ইমরান শোভনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌসের সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক ডা. জে আর ওয়াদুদ টিপু।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, মানুষের অর্থনৈতিক অবস্থার উন্নতি হচ্ছে। তাই মানুষের মনের খোরাক যোগানোর জন্য পিঠা উৎসবসহ নানা উৎসবের অয়োজন করা হচ্ছে। চাঁদপুর টেলিভিশন ফোরামের এ পিঠা উৎসব খুবই চমৎকার উদ্যোগ। আশা করি, আরও অনেক বড় উৎসব আসবে। তার অপেক্ষায় রইলাম।

ইলিশ উৎসব সম্পর্কে তিনি বলেন, একবার চেম্বার অব কমার্স একটি ইলিশ উৎসবের আয়োজন করেছিল। কিন্তু সেটি চাঁদপুরে নয়, হয়েছিল ঢাকায়। আমি সাংবাদিকদের অনুরোধ করবো- যদি ওনারা এটি করেন তাহলে চাঁদপুরেই করুন। যেন চাঁদপুরের সবাই উপস্থিত থাকতে পারে।

তিনি বলেন, সাংবাদিকদের সাথে আমাদের অত্যন্ত সুসম্পর্ক রয়েছে। কারণ, চাঁদপুরের সাংবাদিকরা গ্রহণযোগ্য সাংবাদিকতা করেন। তিনি বলেন, ভবিষ্যতে আরও পেশাদারিত্ব ও সংবাদ প্রকাশের ক্ষেত্রে সচ্ছতা, বস্তুনিষ্ঠতা যেন থাকে সেদিকে খেয়াল রাখবেন। সমাজের নানা প্রয়োজনীয় বিষয়গুলো তুলে আনবেন। যেন ওই সমস্যাগুলো সমাধান করা যায়। তিনি বলেন, নেগেটিভ নিউজ মানেই সব সময় নিউজ নয়। কারণ, মানুষের বাঁচতে হলে আশার প্রয়োজন। মানুষকে অনুপ্রেরণা দেয়া প্রয়োজন। তাই নেগেটিভ নিউজের পাশাপাশি অনেকে অনেক ভালো কাজ করেন, সেগুলো তুলে ধরলে তা থেকে মানুষ অনুপ্রেরণা পেয়ে আরও ভালো কিছু করার চেষ্টা করবে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাড. মো. জিল্লুর রহমান জুয়েল, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. মজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা অজয় কুমার ভৌমিক, বিশিষ্ট সমাজসেবক কাজী মিজানুর রহমান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বিটিভি’র চাঁদপুর জেলা প্রতিনিধি গোলাম কিবরিয়া জীবন, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি শরীফ চৌধুরী, বিজয় টিভি’র স্টাফ রিপোর্টার সোহেল রুশদী, ৭১ টিভি’র জেলা প্রতিনিধি কাদের পলাশ, একুশে টিভি’র জেলা প্রতিনিধি মো. নেয়ামত হোসেন, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি’র চাঁদপুরস্থ প্রতিনিধি অ্যাড. সাইফুল ইসলাম বাবু, চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মির্জা জাকির, চাঁদপুর ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি এ কে আজাদ, নবনির্বাচিত সাধারণ সম্পাদক কে এম মাসুদ, সময় টিভি’র স্টাফ রিপোর্টার ফারুক আহম্মদ, মাছরাঙা টিভি’র জেলা প্রতিনিধি মো. নুরুল আলম, দেশটিভি’র জেলা প্রতিনিধি ল²ন চন্দ্র সূত্রধর, মোহনা টিভি’র জেলা প্রতিনিধি মো. রফিকুল ইসলাম বাবু, এশিয়া টিভি’র জেলা প্রতিনিধি মো. খুরশিদ আলম, দীপ্ত টিভি’র জেলা প্রতিনিধি ইব্রাহীম রনি, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি তালহা জুবায়ের, নিউজ টুয়েন্টিফোর এর জেলা প্রতিনিধি খোকন কর্মকার, চ্যানেল আই এর জেলা প্রতিনিধি মোরশেদ আলম রোকন, নীলকমল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সালাউদ্দিন সরদার, দৈনিক সময়ের আলো’র জেলা প্রতিনিধি মো. শরীফুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে অতিথিসহ আগত সবাইকে পিঠা আপ্যায়ণ করা হয়। পরে পিঠা প্রতিযোগিতার পুরস্কার প্রদান করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ। সবশেষে নৈশভোজের মধ্য দিয়ে উৎসব অনুষ্ঠানের সমাপনী হয়।

স্টাফ করেসপন্ডেট,২৮ জানুয়ারি ২০২১

Share