চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত সংগঠনের সকল সদস্যের সম্মতিক্রমে নবগঠিত কমিটির সভাপতি পদে জিটিভির জেলা প্রতিনিধি রিয়াদ ফেরদৌস ও সাধারণ সম্পাদক পদে পুনরায় নির্বাচিত হয়েছেন যমুনা টিভির স্টাফ রিপোর্টার কাদের পলাশ।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে চাঁদপুর প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। সভায় ২০২৪-২৫ সালের জন্য নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়। এর আগে ২০২২-২৩ সালের কার্যকরী কমিটি বিলুপ্ত করা হয়।
চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক কাদের পলাশের পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সদ্য বিদায়ী সভাপতি ও চ্যানেল টুয়েন্টিফোরের জেলা প্রতিনিধি আল ইমরান শোভন।
কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মাই টিভির জেলা প্রতিনিধি মুনাওয়ার কানন, সহ-সভাপতি বৈশাখী টিভির জেলা প্রতিনিধি ওয়াদুদ রানা, যুগ্ম সাধারণ সম্পাদক এখন টিভির রিপোর্টার তালহা জুবায়ের, সাংগঠনিক সম্পাদক নিউজ টুয়েন্টিফোরের জেলা প্রতিনিধি খোকন কর্মকার, কোষাধ্যক্ষ একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি নেয়ামত হোসেন, প্রচার ও দপ্তর সম্পাদক চ্যানেল আই টেলিভিশনের জেলা প্রতিনিধি মোরশেদ আলম রোকন।
এছাড়া কার্যকরী সদস্যরা হলেন আরটিভির স্টাফ রিপোর্টার শরীফ চৌধুরী, বাংলাভিশন টিভির জেলা প্রতিনিধি রহিম বাদশা, চ্যানেল টুয়েন্টিফোরের টিভির জেলা প্রতিনিধি আল ইমরান শোভন, বিজয় টিভির স্টাফ রিপোর্টার সোহেল রুশদী, সময় টিভির সিনিয়র রিপোর্টার ফারুক আহম্মদ, দেশ টিভির জেলা প্রতিনিধি লক্ষণ চন্দ্র সূত্রধর ও মোহনা টিভির জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম বাবু।
সভায় সর্বসম্মতিক্রমে সদস্য যাচাই-বাছাইয়ের জন্য পাঁচ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটির আহ্বায়ক রহিম বাদশা, সদস্য সচিব সোহেল রুশদি, সদস্য নুরুল আলম এবং পদাধিকার বলে সভাপতি ও সাধারণ সম্পাদক।
সভায় আরও উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সাহাদাত হোসেন শান্ত, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন, টেলিভিশন সাংবাদিক ফোরামের সাবেক সাধারণ সম্পাদক জিএম শাহীন, দীপ্ত টিভির জেলা প্রতিনিধি ইব্রাহিম রনি, সদস্য নাছির পাঠান, হাবিবুর রহমান খান, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি নজরুল ইসলাম আতিক, এনটিভি ও জাগো নিউজের জেলা প্রতিনিধি শরীফুল ইসলাম প্রমুখ।
চাঁদপুর টাইমস ডেস্ক/ ১৭ ফেব্রুয়ারি ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur