চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার চাঁদপুর প্রেসক্লাব ভবনের দ্বিতীয় তলায় এলিট চাইনিজ এন্ড রেস্টুরেন্টে এই ইফতারের আয়োজন করা হয়।
চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আল ইমরান শোভনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাদের পলাশের পরিচালনায় এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, জেলা আ.লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুর রশীদ ও সদর নৌ-থানার ওসি মুহাম্মদ কামরুজ্জামান।
এছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন, চাঁদপুর প্রেসক্লাবের সভা গিয়াসউদ্দিন মিলন, সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস, সাবেক সভাপতি কাজী শাহাদাত, গোলাম কিবরিয়া জীবন, অধ্যক্ষ জালাল চৌধুরী, শরীফ চৌধুরী, শহীদ পাটওয়ারী, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রহিম বাদশা, মির্জা জাকির, সোহেল রুশদী, ইনডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি আব্দুল আওয়াল রুবেল, ইটিভির জেলা প্রতিনিধি মো. নেয়ামত হোসেন, ডিবিসি টেলিভিশনের জেলা প্রতিনিধি তালহা জুবায়ের, এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি খুরশিদ আলম, চ্যানেল এস-এর স্টাফ রিপোর্টার বোরহান উদ্দিন ডালিম, দৈনিক আলোকিত চাঁদপুরের সম্পাদক জাকির হোসেন, ফটোজার্নালিস্ট এসোশিয়েসন চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক কে এম মাসুদ।
ইফতারে আরো উপস্থিত ছিলেন, টেলিভিশন সাংবাদিক ফোরামের সহ-সভাপতি মনুয়ার কানন, সময় টিভির স্টাফ রিপোর্টার ফারুক আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাবু, ওয়াদুদ রানা, মোরশেদ আলম, এসএ টিভির জেলা প্রতিনিধি নজরুল ইসলাম আতিক, এনটিভির জেলা প্রতিনিধি শরীফুল ইসলাম, বাংলা টিভির জেলা প্রতিনিধি ইকবাল বাহারসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ। ইফতারে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাংবাদিক আবদুর রহমান গাজী।
স্টাফ করেসপন্ডেট, ১৫ এপ্রিল ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur