Home / চাঁদপুর / চাঁদপুর টেকনিক্যাল স্কুল পরিদর্শনে উপ-পরীক্ষা নিয়ন্ত্রক
চাঁদপুর টেকনিক্যাল স্কুল পরিদর্শনে উপ-পরীক্ষা নিয়ন্ত্রক

চাঁদপুর টেকনিক্যাল স্কুল পরিদর্শনে উপ-পরীক্ষা নিয়ন্ত্রক

বাংলাদেশ কারগরি শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক সনদপত্র শাখার মো. খোরশেদ আলম মঙ্গলবার (১৬ আগস্ট) চাঁদপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ পরিদর্শন করেছেন।

পরিদর্শন কালে তিনি বলেন, ‘দেশের অন্যান্য জেলার তুলনায় এ প্রতিষ্ঠানের অবকাঠামো অনেক ভাল, এ প্রতিষ্ঠানে সকল ধরণের কর্মকান্ড ভাল দেখা যাচ্ছে। এখানে শিক্ষার মান অন্যান্য প্রতিষ্ঠান থেকে অনেক ভাল হবে বলে আমি মনে করি। এই প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরা সন্ত্রাস জঙ্গিবাদ ও মাদকসহ নানা অপরাধমূলক কাজ থেকে বিরত থাকতে হবে। এ ব্যাপারে কলেজে শিক্ষক ও অভিবাবকদের সচতেন হতে হবে। তাদের সন্তান কি করছে তার দিকে লক্ষ্য রাখতে হবে। সরকার পরিকল্পনা নিয়েছে এ ধরণের প্রতিষ্ঠানে ছাত্রীদের থাকার জন্য আবাসিক ছাত্রীনিবাস দেওয়া হবে। পরে পর্যায়ক্রমে ছাত্রদের জন্য আবাসিক ছাত্রাবাসের ব্যাবস্থা করা হবে।’

তিনি আরো বলেন ‘আগামী ৩ সেপ্টম্বর জঙ্গিবাদ বিরোধী সমাবেশের আয়োজন এবং যথাযথ ভাবে উদযাপন করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপু পলিটেকনিক ইনিস্টিউটরে মো.খোরশেদআলম খান, চাঁদপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুর রশিদ অটোমোবাইল ট্রেডের চীফ ইন্সটেক্টর মো. মাহবুবুর রহমান, ড্রেস মেকিং ট্রেডের চীফ ইন্সট্রাক্টর মঞ্জুরুল হাসান তালুকদার, ইলেকট্রিক্যাল ট্রেডের জুনিয়র ইন্সট্রাক্টর মো. ফারুক হোসেন সরকার, অটোমোবাইল ট্রেডের জুনিয়র ইন্সট্রাক্টর এমরান হোসেনসহ কলেজের শিক্ষক ও অতিথিবৃন্দ।

চাঁদপুর টেকনিক্যাল স্কুল পরিদর্শনে উপ-পরীক্ষা নিয়ন্ত্রক

About The Author

প্রতিবেদক- আনোয়ারুল হক

: আপডেট, বাংলাদেশ সময় ০৯:০০ পিএম, ১৬ আগস্ট ২০১৬, মঙ্গলবার
ডিএইচ

Leave a Reply