চাঁদপুর-টু-কক্সবাজার রুটে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের বিআরটিসি (এসি) সার্ভিসের উদ্বোধন করা হয়েছে। ৩ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁদপুর বাস স্ট্যান্ডে ফিতা কেটে অত্যাধুনিক এ বাস সার্ভিসের উদ্বোধন করেন চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল।
এ উপলক্ষ্যে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন চাঁদপুর জেলা শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি ফারুক দেওয়ান।
এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আব্দুর রশিদ, জেলার ট্রাফিক বিভাগের টিআই জহিরুল ইসলাম, বিআরটিসি বাস সার্ভিস চাঁদপুর পরিচালনা পর্ষদের সদস্য মেহেদী হাসান রাব্বি, মো. রায়হান ও মো. রিভিন দেওয়ান প্রমুখ।
চাঁদপুর টু কক্সবাজার রুটে এ বাসটি প্রতিদিন রাত ৮টায় চাঁদপুর থেকে ছেড়ে যাবে। কক্সবাজার থেকে ছেড়ে আসবে রাত ১১টায।
এ বাস সার্ভিসটি চালু হলে চাঁদপুর- টু -কক্সবাজার ভ্রমণপিপাসুদের আসা-যাওয়া অনেক বেড়ে যাবে বলে আশা করা হচ্ছে। একই সাথে কক্সবাজার ও চট্টগ্রাম থেকে চাঁদপুর ভ্রমণে আসবেন অনেকে।
বিশেষ করে চাঁদপুরবাসীর কক্সবাজার ভ্রমণ অনেক সহজ, সাশ্রয়ী ও আরামদায়ক হবে বলে মনে করছেন বাসযাত্রীরা। টিকেট ও অন্যান্য বিষয়ে জানার জন্য ০১৩১৮৮৩৪০৭১ মোবাইল নম্বরে যোগাযোগ করতে বলেছেন কর্তৃপক্ষ।
প্রতিবেদক: আশিক বিন রহিম, ৩ নভেম্বর ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur