১২তম বর্ষে পদার্পণ করলো চাঁদপুর টাইমস
চাঁদপুরের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চাঁদপুর টাইমস ১১ বছর পেরিয়ে ১২তম বর্ষে পদার্পণ করলো। ২০১৪ সালের ১ ডিসেম্বর চাঁদপুর টাইমস এর যাত্রা শুরু হয় চাঁদপুর শহরের কুমিল্লা রোডের উত্তর পাশে ‘ ফিরোজা-হাফেজ শান্তি নিকেতন ’ ভবনের একটি কক্ষে। তৎকালীন চাঁদপুরের সাবেক জেলা প্রশাসক মো.ইসমাইল হোসেন মহোদয়কে আনুষ্ঠানিক অবহিতকরণ পত্রের মাধ্যমে টাইমসের যাত্রা শুরু হয়। যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত ‘নিউয়র্ক টাইমস’ এর নামের সাথে মিল রেখে অনলাইন পোর্টাল ‘চাঁদপুর টাইমস’এর নামকরণ করা হয় এবং সংবাদের নেশায় মগ্ন একঝাঁক তরুণ সংবাদকর্মীর নিরন্তর প্রচেষ্টায় এটি আজ দায়িত্বশীলতার কাতারে এসে পৌঁছেছে। টাইমস এর সার্বিক অর্থ হলো সময়। কথায় আছে “ সময় এবং শ্রোত কারো জন্য অপেক্ষা করে না ।”
তাই এ সময়কে নিয়েই চাঁদপুর টাইমস এর শ্লোগান “গতকালের নয় আজকের খবর” তাদের এ বক্তব্যকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে এবারের বক্তব্য “সময়ের সাথেই থাকা ’’।
১ ডিসেম্বর সোমবার দোয়া ও মিলাদ অনুষ্ঠানের মাধ্যমে আজকের অনুষ্ঠানসূচি পালন করা হবে । বাদ জোহর শহরের আব্দুল কাদের জামে মসজিদে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হবে।
গণমাধ্যমটির প্রকাশক ও সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল। আধুনিক তথ্য প্রবাহের এ যুগে সংবাদপত্রের জগতে অনলাইন সংবাদ মাধ্যম একটি যুগান্তকারী অধ্যায় রচনা করতে যাচ্ছে। দেশের কতিপয় সনামধন্য সাংবাদিকরা কম্পিউটার,ল্যাপটপ কিংবা হাতের মুঠোতে থাকা স্মার্টফোনের বদৌলতে মুহূর্তের মধ্যেই সংবাদ সারা বিশ্বে ছড়িয়ে দিতে সক্ষম হচ্ছে। আন্তর্জাতিক অঙ্গনে ইরান,ইরাক কুয়েত,সিরিয়া,লেবানন,ফিলিস্তিন,লিবিয়া, টুইনটাওয়ার,আফগানিস্থান পরিস্থিতি ইত্যাদি বিষয়গুলো যখন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছিল তখন আন্তর্জাতিক মিডিয়াগুলো সংবাদ পরিবেশনে তাদের গতানুগতিক পদ্ধতি পরিবর্তন করতে বাধ্য হয়।
১৯৮০ দশকে বাংলাদেশে রঙ্গিন স্যাটেলাইট টেলিভিশন যখন চালু হয় তখন থেকে আমাদের দেশের সংবাদ মাধ্যমগুলোর নিউজ পরিবেশনের ধরণ পরিবর্তন করে। ফলে আমাদের দেশের ইলেকট্রনিক্স মিডিয়ার চাহিদা বৃদ্ধি পেতে থাকে এবং প্রিন্টিং মিডিয়ার চাহিদা হ্রাস পায়। রানা প্লাজা,গার্মেন্টস ফ্যাক্টোরিতে আগুন লাগা প্রচার হওয়ায় ও বিগত দিনের রাজনৈতিক সহিংসতার বিভিন্ন স্পর্শকাতর সংবাদগুলো পাঠক ও শ্রোতাদের দৃষ্টি আকর্ষণ করার ফলে মানুষের মধ্যেও দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটে ।এ দৃষ্টিভঙ্গি ও পরিস্থিতিতে ২০১৪ সালের ১ ডিসেম্বর চাঁদপুর জেলার জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চালু হয় । ২০১৬ সালের মাঝামাঝি এসে পাঠক ও সংবাদকর্মীদের একাধিক প্রস্তাবের প্রেক্ষিতে শ্লোগানটিতে পরিবর্তন এনে ‘সময়ের সাথেই থাকা’ নির্ধারণ করা হয়। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের ক্ষেত্রে ইতোমধ্যেই পাঠক সমাজের আস্থা অর্জনে চাঁদপুর টাইমস তার অভিষ্ঠ লক্ষ্যে এগিয়ে যাচ্ছে।
এছাড়া শুরু থেকে নিবিড়ভাবে দায়িত্ব পালন করছিলেন- প্রধান সম্পাদক হিসেবে মুসাদ্দেক আল-আকিব, নির্বাহী সম্পাদক দেলোয়ার হোসেন, ব্যবস্থাপনা সম্পাদক আসমা ইব্রাহীম,সহ-সম্পাদক আবদুল গনি, যুগ্ম-বার্তা সম্পাদক আশিক বিন রহিম । হাইমচর থেকে বিএম ইসমাইল, হাজীগঞ্জ থেকে জহিরুল ইসলাম জয়, কচুয়া থেকে জিসান আহমেদ নান্নু,শাহরাস্তি থেকে মাহবুব আলম,মতলব দক্ষিণ থেকে মাহফুজ মল্লিক,মতলব উত্তর থেকে মো.কামাল হোসেন,ফরিদগঞ্জ থেকে সিমুল হাসান , ঠাকুরগাঁও থেকে কবিরুল ইসলাম কবির,ঝিনাইদহ থেকে জাহিদুর রহমান তারিক, মালয়েশিয়া থেকে বশির আহমেদ ফারুক,সৌদি আরব থেকে সাগর চৌধুরী ্। পোর্টালটির সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল একজন রাজনৈতিক মতাদর্শের ব্যক্তি হয়েও সংবাদের ক্ষেত্রে বস্তুনিষ্ঠ ও সংবাদপত্রের নীতিমালা দল বা গোষ্ঠি নিরপেক্ষতায় যথেষ্ট আন্তরিক্ত থাকায় এটি এখন জেলার অন্যান্য অনলাইন পোর্টালের তুলনায় পাঠক প্রিয়তার শীর্ষে অবস্থান করে নিয়েছে।
চাঁদপুর টাইমসের প্রকাশক ও সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল বক্তব্যে বলেন, ‘সময়ের সাথে থাকা এ স্লোগানকে ধারণ করে আজ থেকে ১১ বছর আগে চাঁদপুর টাইমস যাত্রা শুরু। আপনাদের মেধা- পরিশ্রম এবং পাঠকদের ভালোবাসায় চাঁদপুর টাইমস আজকে ১১ বছরে পদার্পণ করেছে। এ পথচলায় আমরা সত্য প্রকাশে পাঠকের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছি। এর সবটুকু কৃতিত্ব চাঁদপুর টাইমস পরিবারের সকল প্রতিনিধিদের।
তিনি প্রতিনিধিদের দৃষ্টি কামনা করে বলেন, ‘ চাঁদপুর টাইমস পাঠকদের প্রতি দায়বদ্ধতা রয়েছে। সত্য এবং সঠিক তথ্য প্রকাশে আমরা বদ্ধপরিকর। আমরা কারো সাথে নিজেদের তুলনা করতে চাই না এবং কাউকে আমরা অনুসরণও করি না। আমাদের উদ্দেশ্য এবং লক্ষ্য হলো সত্য এবং সুন্দরের সাথে থেকে সঠিক সংবাদ প্রকাশে নিজেদেরকে নিজেরাই ছাড়িয়ে যাবেন। আপনারা সমস্যার পাশাপাশি বেশি বেশি করে সম্ভাবনার সংবাদ তুলে ধরবেন। অসঙ্গতির কথা বলবার পাশাপাশি দেশের উন্নয়ন ও অগ্রযাত্রার কথা তুলে ধরবেন। যে সংবাদ পরিবেশন করলে মানুষ সমাজ এবং রাষ্ট্রের মঙ্গল হবে সেই সংবাদ পরিবেশন করবেন।’
বর্তমানে দায়িত্ব পালন করছেন সহ-সম্পাদক আব্দুল গনি, নির্বাহী সম্পাদক মো. দেলোয়ার হোসেন, বার্তা সম্পাদক আশিক বিন রহিম ও আবদুস সালাম, সিনিয়র স্টাফ করসপেন্ডট মাজহারুল ইসলাম অনিক, মতলব উত্তরে কামাল আহমেদ,মতলব দক্ষিণ প্রতিনিধি মাহফুজ মল্লিক, ফরিদগঞ্জ প্রতিনিধি শিমুল হাছান, কচুয়া উপজেলা প্রতিনিধি জিসান আহমেদ নান্নু, শাহরাস্তি উপজেলা প্রতিনিধি জামাল হোসেন ও হাজীগঞ্জ প্রতিনিধি জহিরুল ইসলাম জয়।
সর্বোপরি চাঁদপুর টাইমসের সম্পাদনা বিভাগ সকল মতের প্রতি সহিষ্ণুতা প্রদর্শনপূর্বক সংবাদ পরিবেশনে বদ্ধপরিকর। চাঁদপুর টাইমসের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনার ক্ষেত্রে পক্ষপাতুষ্টের ঊবের্ধ থাকার কারণে বর্তমানে জেলা প্রশাসন,পুলিশ প্রশাসন,উপজেলা প্রশাসন,রাজনৈতিক নেতৃবৃন্দ,সাংবাদিক ও সংবাদপত্রসেবী,মুক্তিযোদ্ধা সংসদ,উপজেলার সকল জনপ্রতিনিধি,ইউপি জনপ্রতিনিধি,শিক্ষক,সাংগঠনিক ব্যক্তিবর্গ,ব্যবসায়ীসহ সকল মহলের কাছে পাঠক প্রিয়তা অর্জনে চাঁদপুর টাইমস সক্ষমতার পরিচয় দিতে পেরেছে ।
চাঁদপুর প্রেস ক্লাব নেতৃবৃন্দ,জাতীয় ইলেকট্রনিক্স ও প্রিন্টিং মিডিয়া,চাঁদপুর থেকে প্রকাশিত সকল দৈনিক ও সাপ্তাহিক পত্রিকাগুলোর সম্পাদক ও কর্মরত সাংবাদিকদের সাথে চাঁদপুর টাইমস পরিবারের একটি চমৎকার সুহৃদ সম্পর্ক বিদ্যমান থাকায় এর অগ্রযাত্রার ক্ষেত্রে মাইলফলক হিসেবে কাজ করছে। বর্তমান বিজ্ঞান ও আধুনিক প্রযুক্তি নির্ভর আইটি যুগে চাঁদপুরের বিভিন্ন অপরাধমূলক সংবাদ,দুর্ঘটনা,ছিনতাই, মাদক, বাল্যবিবাহ,জঙ্গি,খেলাধুলা,সাংগঠনিক,আইন-শৃংখলা পরিস্থিতি,রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক,সমাজবিরোধী যে কোনো ঘটনাবলীর সংবাদ, উন্নয়নমূলক, কমিউনিটি পুলিশিং, শিক্ষা,স্বাস্থ্য,ধর্মীয়,সামাজিক অবক্ষয়রোধ ও সামাজিক সচেতনামূলক প্রভৃতি সংবাদ দেশের জাতীয় ও আঞ্চলিক সংবাদপত্রে প্রকাশিত হওয়ার অনেক আগেভাগেই সঠিকতথ্য অনলাইন সংবাদমাধ্যমগুলো পাঠকের কাছে পৌঁছে দিতে পারছে। চাঁদপুর টাইমসও এ সারিতে এমনি ভূমিকা পালন করে পাঠকের চাহিদা পূরণ করতে নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে।
পাঠকদের আগ্রহের দিক বিবেচনা করে চাঁদপুর টাইমসের সংবাদকর্মীরা সঠিক দায়িত্ব পালন করলে জেলা ও দেশের গন্ডি ছাড়িয়ে অনলাইন সংবাদ প্রেরণে একদিন হয়তো দেশের শীর্ষস্থানীয় অনলাইন গণমাধ্যমগুলোর সারিতে স্থান পাবে। আর আমরা সে দিনের অপেক্ষায় নিরলসভাবে কাজ করে যাবার প্রত্যাশায় রইলাম।
প্রতিবেদক: আবদুল গণি
৩০ নভেম্বর ২০২৫