ফরিদগঞ্জে চাঁদপুর টাইমসের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জেলার জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চাঁদপুর টাইমস ১১ বছর পেরিয়ে দ্বাদশ বর্ষে পদার্পণ করেছে। এ উপলক্ষে ফরিদগঞ্জে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় ফরিদগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠানের সভাপতিত্বে এবং চাঁদপুর টাইমসের স্টাফ রিপোর্টার মো. শিমুলের সঞ্চালনায় আলোচনা সভার শুরু হয়।

সভায় বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর গণমাধ্যমের এই যুগে চাঁদপুর টাইমস জাতীয় মানের একটি অনলাইন প্ল্যাটফর্ম হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। দলমত নির্বিশেষে সর্বস্তরের পাঠক এই পোর্টালকে আস্থার ঠিকানা হিসেবে গ্রহণ করেছে। বিশেষ করে খবরের শিরোনাম, উপস্থাপন ও সম্পাদনার মান এটিকে আরও আলাদা মর্যাদায় পৌঁছে দিয়েছে।

তারা আরও বলেন, হাঁটি হাঁটি পা পা করে এক যুগের পথচলা শেষে দ্বাদশ বছরে পদার্পণ সত্যিই আনন্দের। পত্রিকার সম্পাদক ইব্রাহিম কাজী জুয়েলসহ সংশ্লিষ্ট সব সাংবাদিকের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে – চাঁদপুর টাইমসের উন্নতির ধারাবাহিকতা আরও বেগবান হবে, এ প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন— প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুন্নবী, সহ-সভাপতি মশিউর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আ. ছোবহান লিটন, প্রবীর চক্রবর্তী, যুগ্ম সাধারণ সম্পাদক নারায় রবি দাশ, এস. এম. ইকবাল, প্রচার সম্পাদক আনিসুর রহমান সুজন, কার্যনির্বাহী কমিটির সদস্য জাকির হোসেন সৈকত, সাধারণ সদস্য আব্দুল কাদির, মামুন হোসেন, আমানুল্লাহ খান ফারাবী, সহযোগী সদস্য এফ. এ. মানিক, জসিম হোসেন ও মো. শাখাওয়াত হোসেন মিন্টু প্রমুখ।

আলোচনা সভা শেষে কেক কেটে চাঁদপুর টাইমসের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সম্পন্ন হয়।

নিজস্ব প্রতিনিধি/
৫ ডিসেম্বর ২০২৫