Home / উপজেলা সংবাদ / কচুয়া / এক যুগ নয় শতবছর ধরে অনলাইনে রাজত্ব করবে: এসিল্যান্ড

এক যুগ নয় শতবছর ধরে অনলাইনে রাজত্ব করবে: এসিল্যান্ড

জেলার প্রথম জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চাঁদপুর টাইমস ১১ বছর পেরিয়ে ১২ তম বর্ষে পদার্পণ উপলক্ষে কচুয়ায় আলোচনা সভা, দোয়া ও কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

৪ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় কচুয়া ডাকবাংলো সভাকক্ষে চাঁদপুর টাইমসের স্টাফ রিপোর্টার জিসান আহমেদ নান্নুর পরিচালনায় উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: আবু নাছির। এসময় তিনি বলেন, সংবাদপত্র হচ্ছে সমাজের দর্পণ, রাষ্ট্রের দর্পণ। সমাজের সকল অসংগতিগুলো তুলে ধরাই সংবাদপত্র ও সাংবাদিকদের কাজ। মানুষ এখন অনলাইন নিউজ পোর্টালের দিকেই অগ্রসর হচ্ছেন। কেননা আমি নিজেও অফিসে পত্রিকার রাখি। কিন্তু কাজের ব্যবস্তার কারণে পত্রিকা দেখা হয় না। অনলাইনের কল্যাণে মুঠোফোনের মাধ্যমেই সকল সংবাদ দেখি। অনলাইন নিউজ পোর্টাল চাঁদপুর টাইমস ১১ পেড়িয়ে ১২ বছরে পা রেখেছে এটা কম বিষয় ন। আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করবেন। খবরের ভিতরের সংবাদ তুলে ধরবেন। তিনি আরো বলেন, সকল পেশার প্রতিটি মানুষের দায়বদ্ধতা রয়েছে। দায়বদ্ধতা থেকে বস্তুনিষ্ঠনিষ্ঠ সংবাদ পরিবেশন করলে মানুষ স্মরণে রাখবে তাই সবার আগে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে। আমি চাঁদপুর টাইমস পরিবারের সাফল্য কামনা করছি। হয়তো সেদিন আমরা থাকবো না, আমি বিশ্বাস করি চাঁদপুর টাইমস এক যুগ নয় শতবছর ধরে অনলাইনে রাজত্ব করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কচুয়া থানার ওসি তদন্ত মো: রাশেদুল হক, এসআই রাশেদ, কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: এমদাদ উল্যাহ, সাংগঠনিক সম্পাদক এম. সাইফুল মিজান ও কচুয়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোতাহের হোসেন। বক্তব্য দেন এনটিভির হাজীগঞ্জ ও কচুয়া প্রতিনিধি মো: জাবেদ হোসাইন, দৈনিক নতুন আশার স্টাফ রিপোর্টার শাহ এমরান খান, দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি রাসেল, দৈনিক নিরপেক্ষ এর কচুয়া প্রতিনিধি ওমর ফারুক সাইম, শিকড় সংবাদ পত্রিকার রহিমাগর প্রতিনিধি মো: শাহাদাত হোসাইন।

এসময় পত্রিকার সম্পাদক কাজী ইব্রাহিম জুয়েল ও সংশ্লিষ্ট সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে পত্রিকার চলমান কার্যক্রম এগিয়ে যাবে এমনটাই প্রত্যাশা ব্যাক্ত করেন।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
৪ ডিসেম্বর ২০২৫