দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধের ১৯৭১ সালের আজকের এ দিনে ১৬ ডিসেম্বর পাক হানাদার বাহিনীকে পরাজিত করে বাঙালি ছিনিয়ে এনেছিল কাঙ্ক্ষিত বিজয়। ৯৪ হাজার পাক-সেনাদের পরাজয় করার মধ্যদিয়ে পেয়েছি মহান স্বাধীনতা,সার্বভৌমত্ব ও লাল সবুজের পতাকা আর একটি মানচিত্র। বিশ্বের বুকে মাথা উচুঁ করে দাঁড়ানোর সুযোগ এনে দিয়েছে ১৯৭১ সালের এ বিজয়। সেদিন থেকেই দিনটি মহান বিজয় দিবস হিসেবে উদযাপিত হয়ে আসছে। বছর ঘুরে দিনটি এলেই বিজয় দিবস উদযাপনে মেতে ওঠে এ দেশের মানুষ। সাধারণ মানুষের পাশাপাশি সব অঙ্গনের আত্মিকভাবে যোগ দেন এ মিছিলে। অনুভূতি জুড়ে মাখিয়ে নেন লাল সবুজের মায়া।
আমি আজকের এদিনে দৈনিক চাঁদপুর সময়, জনপ্রিয় নিউজ পোর্টাল চাঁদপুর টাইমস ও দৈনিক মতলবের আলো পত্রিকার অগণিত পাঠক, গ্রাহক, বিজ্ঞাপন দাতা, শুভাকাংখি, শুভানুধ্যায়ী, সাংবাদিক ও সংবাদপত্র বিলিকারকগণকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই ।
কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল
প্রকাশক ও সম্পাদক চাঁদপুর টাইমস
সম্পাদক (ভারপ্রাপ্ত) দৈনিক চাঁদপুর সময় ও দৈনিক মতলবের আলো।