চাঁদপুর টাইমসে সংবাদ প্রকাশের পর…

চাঁদপুর টাইমসে সংবাদ প্রকাশ হওয়ায় অবশেষে মেরামত করা হচ্ছে চাঁদপুর শহরের মিশন রোড থেকে বঙ্গবন্ধু সড়কের প্রবেশ মুখের ভেঙ্গে যাওয়া ম্যানহোলের ঢাকনাটি।

প্রায় ১৫/ ২০ দিন পূর্বে মালবাহী ট্রাকের চাকা চাপায় ম্যানহোলের ঢাকনাটি ভেঙ্গে গিয়ে সেটি নিচের দিকে ধেবে যায়। বিগত ১৫/১৬ দিন পার হয়ে গেলেও ওই ম্যানহোলের ঢাকনাটি কোনরকম মেরামত করতে দেখা যায়নি।

প্রত্যক্ষদর্শী এবং চালকরা যেটিকে মরন ফাঁদ হিসেবে আখ্যায়িত করেছেন।

এ সড়কাটি দিয়ে প্রতিনিয়তই ছোট-বড় অনেক যানবাহন চলাচল করে থাকে। ঈদকে কেন্দ্র করে যানবাহনের সংখ্যা বেড়ে যাওয়ায় প্রতিদিনই ওই স্থানে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

বিশেষ করে ম্যানহোলটির ঢাকনা এবং স্লাপটি ভেঙ্গে যাওয়ায় বিভিন্ন যানবাহন গুলোকে ওইস্থানের এক পাশ দিয়ে চলাচল করতে হচ্ছে এজন্য মিশন রোডের মোড়ে প্রায়ই ভয়াবহ যানজটের সৃষ্টি হতে দেখা যায়।

সোমবার (১৯ সেপ্টেম্বর)  চাঁদপুর টাইমসে একটি সচিত্র সংবাদ প্রকাশিত হয়।

এ সংক্রান্ত মূল প্রতিবেদন…চাঁদপুর মিশন রোড থেকে বঙ্গবন্ধু সড়কের প্রবেশমুখ যেনো মরণফাঁদ!

: আপডেট, বাংলাদেশ সময় ৫:০০ এএম, ২১ সেপ্টেম্বর ২০১৬, বুধবার
ডিএইচ

About The Author

প্রতিবেদক- কবির হোসেন মিজি
Share