Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / চাঁদপুর টাইমসে সংবাদ প্রকাশের পর ফরিদগঞ্জে অবৈধ ইটভাটায় জরিমানা
চাঁদপুর টাইমসে

চাঁদপুর টাইমসে সংবাদ প্রকাশের পর ফরিদগঞ্জে অবৈধ ইটভাটায় জরিমানা

চাঁদপুর টাইমসে সংবাদ প্রকাশের পর ফরিদগঞ্জে অবৈধ ইটভাটায় জরিমানা করেছে ভ্রম্যমাণ আদালত। পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন যৌথ অভিযানে গড়ে ওঠা অবৈধ ইটভাটার মালিককে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

চাঁদপুর টাইমসে প্রকাশিত সংবাদ…  ফরিদগঞ্জে অবৈধ ইটভাটা পুনরায় চালু, কৃষিজমির ব্যাপক ক্ষতি

১৪ জানুয়ারি শনিবার দুপুরে উপজেলার বালিথুবা (পূর্ব) ইউনিয়নের বালিথুবা এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুন নাহার ও পরিবেশ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক সুজন ।

এ সময় বালিথুবা এলাকার মেসার্স মা-রহমত ব্রিকস ফিল্ডকে লাইসেন্সসহ পরিবেশ অধিদপ্তরে সঠিক নিয়ম না মানায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ অনুযায়ী এ জরিমানা করেন। এসময় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

এদিকে এ অভিযানের পর স্থানীয় মানুষের দাবী, এ উপজেলার পৌর সদর ও বিভিন্ন স্কুল-কলেজের আঙ্গিনায় দেদারসে প্রায় ২০টি অবৈধ ইটভাটা পরিচালিত হলেও প্রশাসনের কোন খবরদারি নেই।

প্রতিবেদক: শিমুল হাছান, ১৪ জানুয়ারি ২০২৩