চাঁদপুর টাইমসে সংবাদ প্রকাশের পর ঘর পেলেন আনোয়ারা বেগম

চাঁদপুরের কচুয়া উপজেলার খলাগাঁও গ্রামে স্বামী পরিত্যাক্ত আনোয়ারা বেগম অন্ধ এক ছেলে ও এক মেয়েকে নিয়ে অন্যের বাড়িতে দীর্ঘদিন জরাজীর্ণ ঘরে বসবাস করছেন এমন সংবাদ চাঁদপুর টাইমসসহ বিভিন্ন গনমাধ্যমে সংবাদ প্রকাশের পর অবশেষে ঘর পেলেন সেই আনোয়ারা বেগম।

গত ৩০ এপ্রিল ‘কচুয়ায় একটি সরকারি ঘর বদলে দিতে পারে আনোয়ারা বেগমের জীবন’ চাঁদপুর টাইমসে এই শিরোনামে সংবাদ প্রকাশের পর কচুয়া উপজেলা নির্বাহী অফিসার দীপায়ণ দাস শুভের বিষয়টি দৃষ্টি গোচর আসলে উপজেলার খলাগাঁও গ্রামের অসহায় ওই নারীর ঘর পাওয়ার বিষয়ে উপজেলা আশ্রায়ণ প্রকল্পের আওতায় ১লাখ টাকা ব্যয়ে ঘর নির্মাণ করে যাবতীয় ব্যবস্থা গ্রহন করেন তিনি।

এছাড়া শাজুলিয়া দরবার শরীফের পীর আবুল হাসান শাহ মুহাম্মদ রুহুল্লাহ শাজুলীর অনুরোধে ইউএনও দীপায়ণ দাস শুভ কম সময়ের মধ্যে আনোয়ারা বেগমের ঘরটি নির্মান করে বসবাসের সুযোগ করে দেন।

আনোয়ারা বেগম বলেন, আমার জন্মগত অন্ধ এক মেয়ে এক ছেলে নিয়ে অন্যের বাড়িতে দীর্ঘদিন ছিলাম। বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ঘর পেয়ে আমি খুবই খুশি। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনা,সাংসদ ড. মহীউদ্দীন খান আলমগীর,কচুয়া ইউএনও দীপায়ণ দাস শুভ,পিআইও প্রকৌশলী মোহাম্মদ আশেকুর রহমান, শাজুলিয়া দরবার শরীফের পীর আবুল হাসান শাহ মুহাম্মদ রুহুল্লাহ শাজুলী,স্থানীয় সাংবাদিক সহ ঘর নির্মানে যারা সহযোগিতা করেছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানাই।

স্থানীয় অধিবাসী আব্দুল করিম,কুদ্দুস মিয়া সহ এলাকাবাসীও অসহায় আনোয়ারা বেগমকে সরকারি ঘর উপহার দেয়ায় প্রধানমন্ত্রী সহ সকলের প্রতি ধন্যবাদ কৃতজ্ঞতা জানান।

প্রতিবেদকঃ জিসান আহমেদ নান্নু, ৮ জুলাই ২০২১

Share