চাঁদপুর টাইমসের সৌজন্যে প্রজেক্টেরের মাধ্যমে যুব বিশ্বকাপ ক্রিকেট সরাসরি দেখার সুযোগ করা হয়েছে। প্রতিষ্ঠানটির চাঁদপুর কার্যালয় কুমিল্লা রোডস্থ ফিরোজা হাফেজ শান্তি নিকেতকতনের সামনে এটির আয়োজন করে চাঁদপুর টাইমস কর্তৃপক্ষ।
সেখানে ষোলঘরস্থ এলাকার দর্শকদের ভিড় লক্ষ্য করা গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত বিশ্বকাপ জিততে বাংলাদেশের দরকার ১৭৮। ভারতের বিপক্ষে সে লক্ষ্যে ব্যাট করতে নেমে আত্মবিশ্বাসী শুরু করেন দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন।
রবি বিষ্ণুর করা নবম ওভারে ছক্কা হাকিয়ে দলীয় রান ৫০ রান পার করেন তামিম। ওই ওভারে আবারে ছক্কা হাকাতে গিয়ে কাটা পরেন এই ওপেনার। দলীয় ৬২ রানে আগের ম্যাচের সেঞ্চুরিয়ান মাহামুদুল হাসান জয়কে বোল্ড করেন বিষ্ণ্রু। জয়কে হারিয়ে কিছুটা চাপে পরে বাংলাদেশ। এরপর তৌহিদ হৃদয়কেও ফেরান এই লেগ স্পিনার। ৬২ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।
বার্তা কক্ষ, ৯ ফেব্রুয়ারি ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur