চাঁদপুর হাজীগঞ্জের প্রতিনিধি জহিরুল ইসলাম জয়ের বাবার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চাঁদপুর টাইমসের প্রকাশক ও সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল।
শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল বলেন, চাঁদপুর টাইমসের প্রতিষ্ঠালগ্ন থেকে হাজীগঞ্জের প্রতিনিধি জহিরুল ইসলাম জয় দক্ষতার সাথে কাজ করে আসছেন। তার বাবার মৃত্যুতে চাঁদপুর টাইমসের পরিবার শোকাহত।
জানা যায়, জহিরুল ইসলাম জয়ের বাবা সুলতান মাহমুদ (৬০) দীর্ঘদিন অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে হৃদক্রিয়া বন্ধ হয়ে রাত ১টা ১০ মিনিটের দিকে মৃত্যুবরণ করেন।(ইন্নানিল্লাহি…. রাজিউন)।
তিনি ফরিদগঞ্জের ৩নং সুবিদপুর পূর্ব আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। মুতুকালে তিনি ২ ছেলে ৩ মেয়ে, আত্মীয় স্বজন ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুমের জানাজা মনতলা আহম্মেদিয়া মাদ্রাসা বাদ জোহর অনুষ্ঠিত হবে।
চাঁদপুর প্রতিনিধি,৭ মার্চ ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur