চাঁদপুর টাইমসে সংবাদ প্রকাশের পর ফরিদগঞ্জে অবৈধ ড্রেজিং ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। ২৭ এপ্রিল ফরিদগঞ্জে অবৈধ ড্রেজিংয়ে বালু উত্তোলনের মহোৎসব এ শিরোনামে সংবাদ প্রকাশের পর ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ অভিযানে ফরিদগঞ্জ পৌর এলাকার চরবসন্ত এলাকায় ফসলী জমির উপর অবৈধ ড্রেজিং এর মাধ্যমে বালু উত্তোলনের অভিযোগে ড্রেজিং কাজে ব্যবহৃত ড্রেজার ও পাইপ ধ্বংস করেছে ।
২৮ এপ্রিল বুধবার বিকেলে এই অভিযান চালায় নিবার্হী ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার (ভুমি) শারমিন আক্তার ও পুলিশ। তবে অভিযান কালে ড্রেজিং কাজে জড়িতদের কাউকেই পায়নি নিবার্হী ম্যাজিষ্ট্রেট।
জানা গেছে, চরবসন্ত এলাকায় প্রভাবশালীরা অবৈধ ড্রেজিং শুরু করলে সংবাদ প্রকাশের পর প্রশাসন ড্রেজিং কাজে ব্যবহৃত পাইপগুলো ভেঙ্গে দেয়। স্থানীয়দের অভিযোগ সরকার দলীয় ও সাবেক কাউন্সিলরসহ কিছু প্রভাবশালী এই ড্রেজিংটি পরিচালনা করছে।
প্রতিবেদক:শিমুল হাছান
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur