অনলাইন নিউজ পোর্টাল চাঁদপুর টাইমসের ৩য় বর্ষ পদার্পণে মাসব্যাপি কর্মসূচির ১৮তম দিন রোববার (১৮ ডিসেম্বর) তরুণ উদ্ভাবক ইউসুফ সরদার হৃদয়কে শুভেচ্ছা উপহার দিয়েছে চাঁদপুর টাইমস পরিবার।
সোলার চালিত বাইসাইকেল ও হুইল চেয়ারের উদ্ভাবক চাঁদপুরের কৃতি সন্তান ইউসুফ সরদার চাঁদপুর টাইমস কার্যালয়ে আসলে, পোর্টালের প্রকাশক ও সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল তাকে শুভেচ্ছা ক্রেস্ট তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন, সহ-সম্পাদক আবদুল গনি, নির্বাহী সম্পাদক দেলোয়ার হোসাইন, শিফট ইনচার্জ ফজলুর রহমান, করেসপন্ডেন্ট ইউসুফ মিয়াজী প্রমুখ।
প্রসঙ্গত, তরুণ উদ্ভাবক ইউসুফ হৃদয়কে যেসময় এ সোলার চালিত বাইসাইকেল ও হুইল চেয়ার আবিষ্কার করেছেন সে সময় থেকে চাঁদপুর টাইমস তার প্রতিটি প্রতিবেদন প্রকাশ করে।
ইউসুফ হৃদয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফেরমেশন (এটুআই) প্রোগ্রামের ১৬ জুলাই জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে উন্নয়ন ও উদ্ভাবন নামক ইভেন্টে ‘সোলভ এ থোন’ এর ‘বুট ক্যাম্প’ অনুষ্ঠানে প্রথম রাউন্ডে বাছাইপর্বে ২য় স্থান অর্জন করেন।
এ অনুষ্ঠানে বিভাগ অনুযায়ী জাতীয় পর্যায়ে উদ্ভাবনী প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ১৮ জন থেকে প্রথম রাউন্ডে ৮ জনকে বাছাই করা হয়। এর মধ্যে হৃদয় ২য় স্থান অর্জন করেন।
এছাড়া সে চাঁদপুর জেলা ও চট্টগ্রাম বিভাগীয় ডিজিটাল উদ্ভাবনীয় মেলায় মেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করে।
করেসপন্ডেন্ট।। আপডটে, বাংলাদশে সময় ০৬ : ৪০ পিএম, ১৮ ডিসেম্বর ২০১৬ রোববার
এইউ