চাঁদপুর শহরের জোড়পুকুর পাড় এলাকার পুকুর থেকে আনুমানিক (৪০) বছরের ব্যাক্তির লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুরে স্থানীয় লোকজন পুকুরে গোসল করতে গিয়ে ভাসতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ খবর চারদিকে ছড়িয়ে পড়লে শত শত লোকজন লাশটি দেখার জন্য ভীড় জমায়।
চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ওয়ালী উল্লাহ্ ওলি জানায়, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। ময়না তদন্তের জন্য লাশটি মর্গে পাঠানো হয়েছে। তবে তার আনুমানিক ৩৫ থেকে ৪০ বয়স হবে। তার পরিচয় এখনও জানা যায় নি।
তবে এ বিষয়ে অপমৃত্যুর মামলা দায়ের করেছেন চাঁদপুর পৌর কাউন্সিলর ডিএম শাহজাহান।
প্রতিবেদক- মাজহারুল ইসলাম অনিক
: : আপডেট, বাংলাদেশ ১:২৩ পিএম, ০১ অক্টোবর, ২০১৭ রোববার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur