বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা ও চাঁদপুর জেলা সিএনজি চালিত অটোরিক্সা, ট্যাক্সি ও ট্যাক্সিকার সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজিঃ ২৫০৩) এর কার্যালয় উদ্বোধন উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় শহরের ওয়্যারলেছ এর পূর্ব পাশের চৌধুরী মার্কেটের এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
চাঁদপুর জেলা সিএনজি চালিত অটোরিক্সা, ট্যাক্সি ও ট্যাক্সিকার সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি কাজী ওমর ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অটোরিক্সা হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. গোলাম ফারুক।
খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ও নতুন অফিস উদ্বোধন উপলক্ষে দোয়া ও মিলাদ শেষে মোনাজাত পরিচালনা করেন ওয়্যারলেছ চৌধুরী বাড়ি জামে মসজিদের খতিব মাও. শাহাদাত হোসেন।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা ট্রাক ও ট্রাঙ্কলড়ি ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আবুল কালাম মন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. রাসেল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা সিএনজি চালিত অটোরিক্সা, ট্যাক্সি ও ট্যাক্সিকার সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজিঃ ২৫০৩) এর সিনিয়র সহ-সভাপতি মো. মিন্টু ব্যাপার, সহ-সাভাপতি মো. ফয়সাল হাওলাদার, মো. লতিফ খান, কার্যকরী সভাপতি মো. জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. সেলিম গাজী ,যুগ্ম সম্পাদক মো. আলমগীর পাঠান, মোহাম্মদ আবু তাহের, মো. বট্টু মাল, সহ-সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন, দপ্তর সম্পাদক মো. শামীম মিয়াজী, প্রচার সম্পাদক মো. সবুজ মিয়া, লাইনে সড়ক সম্পাদক মো. তাজুল ইসলাম হাওলাদার, বাংলাদেশ জাতীয়তাবাদী সিএনজি মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি মো. আব্দুল জব্বার ঢালী, কার্যকরী সভাপতি মো. শফিক পাটোয়ারী, মতলব উপজেলা কমিটির মো. আউয়াল ফরাজী, মো. সোবাহান, চোরাস্তা স্ট্যান্ডের মো. ফারুক হোসেন ব্যাপারী, ফরিদগঞ্জের বিভিন্ন নেতৃবৃন্দ ও বিভিন্ন উপজেলা নেতৃবৃন্দ।
স্টাফ রিপোর্টার/
২০ জানুয়ারি ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur