চাঁদপুর

চাঁদপুর জেলা সংবাদপত্র সম্পাদক পরিষদের কমিটি গঠন

চাঁদপুর জেলার বিভিন্ন দৈনিক ও সাপ্তাহিক পত্রিকার প্রতিষ্ঠাতা, প্রকাশক ও সম্পাদকদের সমন্বয়ে ‘চাঁদপুর জেলা সংবাদপত্র সম্পাদক পরিষদ’ গঠিত হয়েছে।

পরিষদের সভাপতি দৈনিক চাঁদপুর সংবাদের প্রতিষ্ঠাতা, প্রকাশক ও সম্পাদক মো: আবদুর রহমান, সাধারণ সম্পাদক দৈনিক চাঁদপুরজমিনের প্রতিষ্ঠাতা, প্রকাশক ও সম্পাদক রোটারিয়ান মো: রোকনুজ্জামান রোকন ও সাংগঠনিক সম্পাদক দৈনিক মতলবের আলোর ভারপ্রাপ্ত সম্পাদক কে.এম মাসুদ মনোনিত হয়েছেন।

শনিবার (১৮ নভেম্বর) সকালে চাঁদপুর শহরের এক পার্টি সেন্টারে চাঁদপুর জেলা থেকে প্রকাশিত বিভিন্ন দৈনিক ও সাপ্তাহিক পত্রিকার সম্পাদক ও প্রকাশকদের নিয়ে এক মতবিনিময় সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে উক্ত পরিষদ গঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দৈনিক চাঁদপুর সংবাদের উপদেষ্টামন্ডলীর সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু নঈম দুলাল পাটওয়ারী সকলের পক্ষ থেকে পরিষদের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক হিসেবে তাঁদের নাম ঘোষণা করেন।

সেই সাথে মতবিনিময় সভার সিদ্ধান্ত অনুযায়ী পরিষদের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক খুব সহসাই পরিষদের নীতি নির্ধারনী ও উপদেষ্টামন্ডলী যথাক্রমে দৈনিক চাঁদপুর সংবাদ পত্রিকার উপদেষ্টামন্ডলীর সভাপতি আলহাজ্ব আবু নঈম দুলাল পাটওয়ারী, দৈনিক চাঁদপুর কন্ঠ পত্রিকার প্রতিষ্ঠাতা, প্রকাশক ও সম্পাদক আলহাজ্ব ইকবাল-বিন-বাশার, দৈনিক মতলবের আলো পত্রিকার প্রধান সম্পাদক চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম, এ ওয়াদুদ, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি সাপ্তাহিক দিবাচিত্র পত্রিকার প্রতিষ্ঠাতা, প্রকাশক ও সম্পাদক অ্যাডভোকেট বিনয় ভূষণ মজুমদার ও বিশিষ্ট কবি ও লেখক বীর মুক্তিযোদ্ধা দৈনিক আমাদের কুমিল্লা পত্রিকার পাঠক মেলার সভাপতি প্রকৌশলী মো: দেলোয়ার হোসেন এর সাথে আলাপ-আলোচনার ভিত্তিতে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।

করেসপন্ডেন্ট
: পডেট, বাংলাদেশ ১১ : ৪৩ পিএম, ১৯ নভেম্বর, ২০১৭ রোববার
ডিএইচ

Share