জাতীয় শ্রমিক লীগ চাঁদপুর জেলা শাখার সম্মেলন উপলক্ষে বর্ধিত সভা মঙ্গলবার (২৬ ডিসেম্বর) চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জাতীয় শ্রমিকলীগ চাঁদপুর জেলা শাখার সভাপতি ও জেলা আ.লেিগর শ্রম বিষয়ক সম্পাদক নূরুল ইসলাম মিয়াজী।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ আবু নঈম পাটোয়ারী দুলাল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. শাহ আলম মিয়া। সভা পরিচালনা করেন জেলা শ্রমিক লীগের সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান।
সভায় বক্তব্য রাখেন ও সম্মেলন উপলক্ষে মতমত পোষন করেন, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান খান, পৌর আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু মাঝি, এনায়েত উল্যাহ ঢালী-সহ-সভাপতি জেলা জাতীয় শ্রমিকলীগ, ইসমাইল হোসেন- সহ-সভাপতি জেলা জাতীয় শ্রমিকলীগ, জনাব মোঃ শাহজাহান- সহ-সভাপতি জেলা জাতীয় শ্রমিকলীগ, জনাব অহিদুল ইসলাম-যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা জাতীয় শ্রমিকলীগ, আবুল কালাম আযাদ- যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা জাতীয় শ্রমিকলীগ,
আরো বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক, পৌর জাতীয় শ্রমিকলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বিসিক ইউনিয়ন, প্রত্যেক ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং জেলা শ্রমিক লীগের নেতৃবৃন্দ।
মাজহারুল ইসলাম অনিক
: আপডেট, বাংলাদেশ সময় ১১:০০ পিএম, ২৬ ডিসেম্বর ২০১৭, মঙ্গলবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur