চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের রেকর্ড রুমের অফিস সহায়ক মো: মমিনুল হকের ( ফেয়ার ওয়েল) বিদায় উপলক্ষে সংবর্ধনা জানিয়েছেন জেলা প্রশাসনের কর্মকর্তা ,কর্মচারীরা ।
মঙ্গলবার ৩১ জুলাই বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শওকত ওসমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ।
সহকারি কমিশনার ও নির্বাহী ম্যজিস্ট্রেট (এনডিসি) মোহাম্মদ সাইফুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন নির্বাহী ম্যজিস্ট্রেট নাজনীন সুলতানা , আবিদা সুলতানা, মো:মাহবুবুর রহমান, সহকারি প্রোগ্রামার মো:হারুনুর রশিদ, জেলা নাজির ভোলা নাথ নন্দী, সহকারি নাজির মো:মিজানুর রহমান , আলমগীর সরদার , জেলা সরকারি সহকারি কারেক্টরেট সমিতির সভাপতি মমতাজ উদ্দিন, সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা, যুগ্ম সম্পাদক শরীফুল ইসলাম, জেলা সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি আরিফ হোসন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরে কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘সবাইকে একদিন কর্ম ছেড়ে বিদায় নিতে হবে। এবিদায় অনন্ত বেদনাদায়ক। কারণ এক সময় সহকর্মীদের সাথে দুঃখে সুখে জীবনের অনেকগুলো বছর কেটে যায়। এতে অনেক রেখে যায় স্মৃতি । মমিনুল হক সাহেব অনেক ভালো লোক ছিলেন।
তিনি সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। আমরা তাঁর বাকি জীবন সুন্দর ও উজ্জল কামনা করছি।
প্রতিবেদক- আনোয়ারুল হক
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur