চাঁদপুর জেলা যুবসংহতির সম্মেলন প্রস্তুত কমিটির পরিচিতি সভা শুক্রবার (৯ ডিসেম্বর ) বিকেলে শহরের ডিএন উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা জাতীয় যুগ্ম-আহ্বায়ক অ্যাড.শেখ আ. লতিফ।
তিনি বলেন, ‘যুবসংহতির সকল ইউনিটকে শক্তিশালী করতে হবে। চাঁদপুরের মাটি জাতীয় পার্টির ঘাঁটি ছিলো। সে ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে। চাঁদপুর হচ্ছে জাতীয় পার্টির উর্বর মাটি। এখানে আমাদের শ্রমিক হয়ে কাজ করে বীজ বপন করতে হবে। ফসল একদিন আসবেই।’
জেলা যুবসংহতির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক মো. রফিকুল ইসলাম খানের সভাপতিত্বে এবং সদস্য মো. মোজাম্মেল হক মারুফের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা জাতীয় যুগ্ম -আহ্বায়ক সফিউল আজম শাহাজাহান, জেলা কৃষক পার্টির সাধারণ সম্পাদক আবুল হাশেম ,শহর জাতীয় পার্টির সহ-সভাপতি দেলোয়ার হোসেন ঢালী, জেলা যুবসংহতির সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য সচিব নাজির হোসেন লিটন ভূইয়া।
আরো বক্তব্য রাখেন জেলা যুবসংহতির সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য মঞ্জুর আলম মনা, হান্নান ঢালী, শাহীন বেপারী, গোলামুন্নবী লিটন, মো. আলী লিটন, মতলব উত্তরের আলমাছ মিয়া, আজহার মুক্তি, কচুয়ার মিজানুর রহমান খান,ইসমাইল মোল্লা,শাহরাস্তির হাবিবুল্লাহ, জহিরুল ইসলাম মাসুদ, হাজীগঞ্জের মো. হোসেন, ফরিদগঞ্জের মাহাবুব আলম জুয়েল, স্বপন পাটওয়ারী, হাইমচরের খাজা আহম্মদ, আঃ রব ভূঁইয়া প্রমুখ।
প্রতিবেদক- শরীফুল ইসলাম: আপডেট, বাংলাদেশ সময় ১০:৩০ পিএম, ৯ ডিসেম্বর ২০১৬, শুক্রবার
ডিএইচ