আসন্ন চাঁদপুর পৌরসভা নির্বাচন উপলক্ষে জেলা যুবলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ সেপেটম্বর শনিবার সন্ধ্যায় চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান টুটুল।
জেলা যুবলীগের সাবেক সহ সভাপতি মাঈনুল হায়দার চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর যুবলীগের সাবেক সাধারন সম্পাদক ও জেলা যুবলীগের সদস্য মুকবুল হোসেন মিয়াজী,জেলা যুবলীগের সদস্য আব্দুল গনি, জাহাঙ্গীর হোসেন বেপারী, ইকবাল হোসেন বেপারী, চাঁদপুর পৌর যুবলীগের আহ্বায়ক আব্দুল মালেক শেখ, চাঁদপুর সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক হুমায়ুন কবীর সুমন, পৌর যুবলীগের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক কামরুল হোসেন টিটু।
পৌর যুবলীগের যুগ্ন আহবায়ক শফিকুল ইসলাম, ইকবাল হোসেন বাবু পাটোয়ারী, চাঁদপুর সদর থানা যুবলীগের যুগ্ম আহবায়ক শিমুল হাসান শামনু।
আসন্ন চাঁদপুর পৌরসভা নির্বাচনে সকল ক্ষেত্রে আমাদের সকল নেতাকর্মীদেরকে সক্রিয়ভাবে নির্বাচনী মাঠে থাকতে হবে। নির্বাচনে বানচালকারীরা আলোতে আসতে না পারলেও অন্ধকারে থেকেই নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করে যাচ্ছে। তাই যুবলীগের নেতাকর্মীরা সর্বদা সজাগ থাকতে হবে। আগামী ১০ অক্টোবর ইনশাল্লাহ নৌকার প্রার্থী জিল্লুর রহমান জুয়েল ভাইকে বিপুল ভোটে জয় করে ঘরে ফিরবো।
প্রতিবেদক:শরীফুল ইসলাম,১৯ সেপেটম্বর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur