চাঁদপুর জেলা যুবদলের বিক্ষোভ সমাবেশ

সারাদেশে লোডশেডিং ও জ্বালানী খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে ৩১ জুলাই ভোলায় সমাবেশ চলাকালে পুলিশের গুলিতে নিহত হয় সেচ্ছাসেবক দল নেতা আবদুর রহিম। তাকে হত্যার প্রতিবাদে চাঁদপুর জেলা যুবদলের আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

৩ আগস্ট বিকেলে চাঁদপুর জেলা বিএনপির কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক।

বক্তারা বলেন, বর্তমান সরকার মুনাফিক সরকার। মিথ্যা তাদের মূল চালিকা শক্তি। তারা বলেছে ঘরে ঘরে বিদ্যুৎ দেবে। তারা কথার সাথে লোডশেডিং এর মিল নেই। প্রতি ঘন্টায় ঘন্টায় এখন লোডশেডিং হচ্ছে।

তারা আরোও বলেন, পুলিশ বিনা উষ্কানিতে ভোলায় সেচ্ছাসেবক দল নেতা রহিমকে গুলি করে হত্যা করেছে, অসংখ্য নেতা-কর্মীকে আহত করেছে। মঙ্গলবার ছাত্রদল সভাপতি নূরে আলম চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছে। আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না, রাজপথেই তার জবাব দেওয়া হবে। আমরা এ হত্যাকাণ্ডের বিচার চাই। তারেক জিয়ার নির্দেশে শেখ ফরিদ আহমেদ এর নেতৃত্বে চাঁদপুরে দূর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

চাঁদপুর জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহার এর পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা যুবদলের সহ-সভাপতি মোস্তফা বন্দুকশী, যুগ্ম সম্পাদক কামাল পাটওয়ারী, সদর থানা যুবদলের আহ্বায়ক সরোয়ার গাজী, পৌর যুবদলের আহ্বায়ক শাহজাহান কবির খোকা।

এর আগে জেলা যুবদলের নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে সমাবেশে উপস্থিত হন।

প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক, ৩ আগস্ট ২০২২

Share