চাঁদপুর জেলা যুবদলের প্রস্তুতি সভা

“দেশ বাঁচাতে তারুণ্যের সমাবেশ ” চাঁদপুর জেলা যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ জুলাই বুধবার সকাল ১১ টায় চাঁদপুর জেলা বিএনপির কার্যালয়ে প্রস্তুতি সভাটি অনুষ্ঠিত হয়। জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডঃ নুরুল আমিন খান আকাশের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জাকির হোসেন সিদ্দিকী।

তিনি বলেন, যুবদল নেতা কর্মীরা যতক্ষন রাজপথে থাকবে শেখ হাসিনা পালানোর পথ খুঁজে পাবে না। ২২ তারিখ তারুণ্যের সমাবেশে চাঁদপুর জেলা যুবদলের সর্বোচ্চ নেতা কর্মীরা ঢাকায় অংশ নেবে। এখন থেকেই আপনারা প্রস্তুত থাকুন। আপনারা কি বেগম খালেদা জিয়ার মুক্তি চাননা, তারেক রহমান কে দেশে ফিরিয়ে আনতে চাননা। তাহলে তরুনদের কে তার দায়িত্ব নিতে হবে। তবেই দেশে গনতন্ত্র পুনরুদ্ধার উদ্ধার হবে। এ সরকারকে হটিয়ে দেশের মানুষের ভোটের ও গণতন্ত্রের অধিকার ফিরিয়ে আনতে হবে।
বক্তারা বলেন, আওয়ামী দুঃশাসনের আমলে পর পর ৩ টি জাতীয় ও স্হানীয় সরকারের কোনো নির্বাচনেই আমরা ভোট দিতে পারি নাই। আমরা স্বাধীন ভাবে, ভীতিহীন পরিবেশে নির্বাচনকালীন নির্দলিয় নিরপেক্ষ সরকারের অধীনে ভোটাধিকার প্রয়োগ করতে চাই। ছাত্রলীগের সন্ত্রাস নয়,শিক্ষা প্রতিষ্ঠানে ভীতিমুক্ত, নিরাপদ শিক্ষার পরিবেশ চাই। ছাত্রী বোনদের সম্ভ্রমের নিরাপত্তা চাই। শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন চাই। শিক্ষা উপকরণের মূল্য সাধারন শিক্ষার্থীদের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার নিশ্চয়তা চাই। স্বাধীন ভাবে নিজের মত প্রকাশ করতে চাই। স্বাধীন মত প্রকাশের পথে অন্তরায় কালো আইন ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল চাই। নজিরবিহীন দলীয় করনের মাধ্যমে ধ্বংসপ্রাপ্ত রাস্ট্রীয় ও সাংবিধানিক প্রতিষ্ঠান গুলো সংস্কারের মাধ্যমে মেরামত করতে চাই। আইনের শাসন পূনঃ প্রতিষ্ঠা চাই। গ্যাস বিদ্যুত, জরবালানী ও কৃষি উপকরনসহ সকল নিত্যপ্রয়োজনিয় দ্রব্যের লাহামহীন উধ্বগতির জন্য দায়ী আওয়ামী সিন্ডিকেটের হোতাদের আটক করে দৃষ্টান্ত মূলক শাস্তি চাই। গনতন্ত্রের মাতা বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিংশর্ত মুক্তির দাবী জানানো হয়।

আরো বক্তব্য রাখেন যুগ্ম সাধারন সম্পাদক জাবেদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহার , আজহারুল ইসলাম মিরন, হুমায়ন কবির শিপন।

আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক সরোয়ার গাজী, ভারপ্রাপ্ত আহ্বায়ক নজরুল ইসলাম নজু, যুগ্ম আহ্বায়ক আঃ মান্নান খান কাজল, পৌর যুবদলের আহ্বায়ক শাহজাহান কবির খোকা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আঃ রাজ্জাক হাওলাদার সহ যুবদলের প্রতিটি ইউনিটের নেতা কর্মীরা।

সিনিয়র স্টাফ করেসপন্ডেট, ১৯ জুলাই ২০২৩

Share