চাঁদপুর

চাঁদপুর জেলা ব্র্যান্ডিং ফেস্টিভ্যাল বাস্তবায়নে প্রস্তুতি সভা

চাঁদপুর জেলা ব্র্যান্ডিং ফেস্টিভ্যাল ২০১৭ সফল ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নে প্রস্তুতিসভা বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকাল ১১টায় ঢাকা উত্তরায় আরএমকে ট্যুরস এ- ট্রাবেলস কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল। তিনি বক্তব্যে বলেন, এই প্রথম রাজধানীতে ব্র্যান্ডিং জেলা চাঁদপুরের ফেস্টিভ্যাল হতে যাচ্ছে।

এ আয়োজনের জন্য চাঁদপুর চেম্বার অব কমার্স এ- এইন্ডাষ্ট্রিজসহ অনেকেই পরিশ্রম করেছেন। ফেস্টিভ্যাল সু-শৃঙ্খলভাবে বাস্তবায়নের জন্য সকলের সহযোগিতা কামনা করছি।

এ সময় তিনি অনুষ্ঠান চলাকালীন সময়ে দায়িত্ব পালনের জন্য উপ-কমিটি গঠন করেন।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাসুদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ আব্দুল হাই, চাঁদপুর চেম্বার অব কমার্স এ- ইন্ডাষ্ট্রিজ এর প্রেসিডেন্ট সুভাস চন্দ্র রায়, ফেস্টিভ্যাল উদযাপন কমিটির সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর আখন্দ সেলিম, চাঁদপুর ক্লাবের সাধারণ সম্পাদক ডা. শহীদ উল্যাহ, চাঁদপুরের প্রবীণ চিকিৎসক ডা. একিউ রুহুল আমিন, আরএমকে গ্রুপের ব্যবস্থপনা পরিচালক কামরুজ্জামান সোহেল, রোটারিয়ান ডা. পীযুষ কান্তি বড়–য়া, রোটারিয়ান শাহেদুল হক মোর্শেদ প্রমূখ।

প্রস্তুতি সভার পূর্বে আরএমকে ট্যুারস এ- ট্রাবেলস্ কার্যালয়ে জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল উপস্থিত হলে কোম্পানির পক্ষ থেকে ব্যবস্থপনা পরিচালক কামরুজ্জামান সোহেলসহ অন্যান্য কর্মকর্তা ফুলেল শুভেচ্ছা জানান।

প্রসঙ্গত, চাঁদপুর জেলা ব্র্যান্ডিং ফেস্টিভ্যাল ২০১৭ আয়োজনে রয়েছেন চাঁদপুর চেম্বার অব কমার্স এ- ইন্ডাষ্ট্রিজ এবং সহযোগিতায় রয়েছেন চাঁদপুর জেলা প্রশাসন।

শুক্রবার (২৭ জানুয়ারি) বিকাল ৫টায় রাজধানী ঢাকার কুড়িল এলাকায় বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেশন সেন্টার-২ (পুস্পগুচ্ছ সম্মেলন কেন্দ্র) তে চাঁদপুর জেলা ব্র্যান্ডিং ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হবে।

চাঁদপুরের রূপালী ইলিশের খ্যাতি আরো ছড়িয়ে দেয়ার লক্ষ্যে, চাঁদপুরের সম্ভাবনাকে সবার কাছে তুলে ধরতেই এই আয়োজন।

করেসপন্ডেন্ট
: আপডেট, বাংলাদেশ সময় ০২: ২০ এএম, ২৭ জানুয়ারি ২০১৭, শুক্রবার
ডিএইচ

Share