ফাইল ছবি।
চাঁদপুর শহরের মেথা রোড়স্থ জেলা বিএনপি কার্যালয়ের পাশে ভয়াবহ অগ্নিকান্ড সংঘটিত হয়েছে। শনিবার (২৪ মার্চ ) রাত আনুমানিক সোয়া ১১টার দিকে স্থানীয় রাব্বানীর মালিকানাধিন দুটি ফার্নিচারের দোকানে আকস্মিক এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিকান্ডে দোকান দুটির সমস্ত মালামালসহ পুড়ে গেছে। তবে স্থানীয় এলাকাবাসী ও ফায়ার সার্ভিস কর্মীদের প্রচেষ্ঠায় বড় ধরনের দূর্ঘটনা থেকে রক্ষা পায় আশপাশের প্রায় ২০/৩০ টির মতো আবাসিক বাড়ি ও কয়েক শতাধিক পরিবার।
স্থানীয় প্রিজম কম্পিউটারের পরিচালক পাটওয়ারী লিটনসহ প্রত্যক্ষদর্শী বেশ ক’জন জানায়, প্রথমে তারা ধোয়া দেখতে পায়। কিছুক্ষন পর আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলতে থাকে। পথচারীদের আগুন আগুন চিৎকারে আশপাশের মানুষ দুর্ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিভাতে এবয় দোকানের মালামাল রক্ষার আপ্রাণ চেষ্টা করেন।
খবর পেয়ে আগুন নিভাতে ছুটে আসেন চাঁদপুর শহরের ফায়ার স্টেশনের ১টি ইউনিট। তারা বেশ কিছু সময় ধরে এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিভাতে সক্ষম হয়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ক্ষয়ক্ষতির পারিমাণ জানা যায়নি।
প্রতিবেদক- আশিক বিন রহিম