Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / এম এ হান্নানকে বহিস্কার করা হয়নি: জেলা বিএনপি সম্পাদক
জেলা

এম এ হান্নানকে বহিস্কার করা হয়নি: জেলা বিএনপি সম্পাদক

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহবায়ক এম এ হান্নানকে জেলা বিএনপি সাধারণ সম্পাদক এডভোকেট সলিম উল্লাহ সেলিম স্বাক্ষরিত পত্রে বহিষ্কার করা হচ্ছে মর্মে বিভিন্ন অনলাইন মিডিয়া স্থানীয় দৈনিক ও সোশ্যাল মিডিয়ায় প্রচার হয়।

তবে ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এম এ হান্নানকে বহিষ্কার করা হয়নি বলে জানিয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট সলিম উল্লাহ সেলিম। কে বা কারা হীন উদ্দেশ্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদকের স্বাক্ষর জাল করে এই মিথ্যা তথ্য সম্বলিত পত্র মিডিয়াতে ছড়িয়েছে।

রবিবার সন্ধ্যায় জেলা বিএনপির দপ্তর সম্পাদক হযরত আলী ঢালী স্বাক্ষরিত এক পত্র সূত্রে জানা যায়,চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট সলিম উল্লাহ সেলিম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে ফরিদগঞ্জ উপজেলা বিএনপি, পৌর বিএনপি, বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নের সকল কমিটির কার্যক্রম স্থগিত করা হয়।

জেলা

পরবর্তীতে কে বা কারা চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট সলিম উল্লাহ সেলিমের স্বাক্ষর জাল করে ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এম এ হান্নানকে সকল পথ পদবি থেকে বহিষ্কার করা হয়েছে মর্মে একটি ভুয়া,ভিত্তিহীন ও কাল্পনিক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে যাহা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। এমন বানোয়াট,ভিত্তিহীন প্রেস বিজ্ঞপ্তি বিভিন্ন পত্র-পত্রিকা ও সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে। এতদ্ব বিষয়ে চাঁদপুর জেলা বিএনপি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

এ ব্যাপারে এডভোকেট সলিম উল্লাহ সেলিম বলেন, ফরিদগঞ্জ উপজেলা,পৌর,বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নের সকল কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে। এম এ হান্নানকে বহিস্কার করা হয়নি। আমার স্বাক্ষর জাল করে একটি পত্র কি বা কারা তৈরি করেছে। আমি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

স্টাফ করেসপন্ডেট/
২৮ ডিসেম্বর ২০২৫