চাঁদপুরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যা সেলিম ও চাঁদপুর পৌর বিএনপির সভাপতি,জেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক মো: আক্তার হোসেন মাঝি সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাজী ইব্রাহীম জুয়েল।
জানা যায়, ১৭ নভেম্বর সোমবার দুপুরে অ্যাড. সলিম উল্যা সেলিম নিজ চেম্বারে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত সদর হাসপাতালে নিয়ে আসা হয়।সেখানে চিকিৎসা শেষে কিছুটা সুস্থতা অনুভব করলে বিকেলে তাকে বাসায় নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে চাঁদপুর সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. সৈয়দ আহমেদ কাজল জানায়,উনার আগে থেকেই পেশার এবং হার্টের কিছুটা সমস্যা ছিল। আজকেও উনি অসুস্থ হয়ে পড়ে পরে হাসপাতালে চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হলে বিকেলে বাসায় নিয়ে যাওয়া হয়।
অন্যদিকে চাঁদপুর পৌর বিএনপির সভাপতি ও জেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক মো: আক্তার হোসেন মাঝি অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে ঢাকায় রেফার করে। তিনি বর্তমানে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল চাঁদপুরবাসীর কাছে দোয়া চেয়ে বলেন, ‘আগামী নির্বাচনে বিএনপির এই দুই নেতা জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর হাইমচর-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক -এর পক্ষে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে নিরলস ভাবে কাজ করছেন এবং ধানের শীষের বিজয়ে নিরলসভাবে কাজ করছেন। আজ এই দুজন নেতা অসুস্থ হয়ে পড়ায় সবাই তাদের জন্য দোয়া করবেন। তাঁরা যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।’
স্টাফ করেসপন্ডেট/
১৮ নভেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur