চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও চাঁদপুর সদর থানা বিএনপির দুবারের সাধারণ সম্পাদক অ্যাড. জাহাঙ্গীর হোসেন খান আর বেঁচে নেই। ( ইন্নালিল্লাহি…রাজিউন)। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি কারা নির্যাতিত নেতা হিসেবে সংগ্রাম করে গেছেন।
চাঁদপুর সরকারি কলেজের সাবেক ভিপি ও চাঁদপুর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক ও সভাপতি অ্যাড. মো. জাহাঙ্গীর হোসেন খান রোববার (১০ আগস্ট) সন্ধ্যা পৌনে আটটার সময় ঢাকাস্থ বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ১ মেয়ে সহ বহু আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজ দুপুরে তাঁকে দেখতে যান কেন্দ্রীয় বিএনপি নেতা হাবিবুন নবী খান সোহেল ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। রোববার রাতে তাঁর মৃত্যুর খবর শহরে ছড়িয়ে পড়লে সবার মাঝে শোকের ছায়া নেমে আসে।
পারিবারিক সূত্রে জানা যায় যে, অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন খানের নামাজে জানাজা সোমবার (১১ আগস্ট) বাদ জোহর চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
চাঁদপুর টাইমস ডেস্ক/ ১০ আগস্ট ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur