শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে চাঁদপুর জেলা বিএনপির মৌন মিছিল

বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জুলাই- আগস্ট গনঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে শহরে মৌন মিছিল বের করে জেলা বিএনপি। ১৮ জুলাই শুক্রবার বিকেলে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পূনরায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে এসে শেষ হয়। চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের নেতৃত্বে মিছিলটি শহর প্রদক্ষিণ করে ।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যাহ সেলিম, সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, দেওয়ান সফিকুজ্জামান, খলিলুর রহমান গাজী,সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী,সহ-সভাপতি ফেরদৌস আলম বাবু, ডিএনএ শাহজাহান,সিনিয়র যুগ্ম সম্পাদক সেলিমউস সালাম,সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোশাররফ হোসেন,পৌর বিএনপির আহ্বায়ক আক্তার হোসেন মাঝি, সদস্য সচিব অ্যাড. হারুনুর রশীদ, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজালাল মিশন,জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আফজাল হোসেন, দপ্তর সম্পাদক হযরত আলী ঢালী,কোষাধ্যক্ষ কাদির বেপারী,প্রচার সম্পাদক শরীফ উদ্দিন পলাশ,জেলা ওলামা দলের আহ্বায়ক মাওঃ জসিম উদ্দিন পাটওয়ারী,সদস্য সচিব হাফেজ জাকির হোসেন মৃধা, জেলা মহিলা দলের সভাপতি মুনির চৌধুরী, সাধারন সম্পাদক শীরিন সুলতানা মুক্তা,জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক অ্যাড. নূরুল আমিন খান আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ মাঝি,জেলা ছাত্রদলের সভাপতি ইমাম হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল পাটওয়ারীসহ দলীয় বিপুল সংখ্যক নেতাকর্মী।

এর আগে দলীয় নেতৃবৃন্দ কালো ব্যাজ ধারণ করে। এদিন এই মৌন মিছিলে দলীয় হাজার হাজার নেতাকর্মী অংশ নেয়।এর আগে ওলামা দলের আয়োজনে শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রতিবেদক: মুহাম্মদ বাদশা ভূঁইয়া, ১৮ জুলাই ২০২৫