চাঁদপুর

চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি শেখ মতিউর রহমানের দাফন সম্পন্ন

শরীফুল ইসলাম:
চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক অ্যাড. শেখ মতিউর রহমানের নামাজে জানাযা ও দাফন সম্পন্ন হয়েছে। শনিবার বাদ যোহর চাঁদপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ময়দানে শেষ নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। এর আগে ষোলগরস্থ পাকা মসজিদ সংলগ্ন সকাল ১১টায় ১ম নামাজে জানাযা অনুষ্ঠিত হয় এবং দুপুর ১২টায় চাঁদপুর জেলা বিএনপির কার্যালয় সম্মুখে সকল স্তরের নেতাকর্মীদের শ্রদ্ধা নিবেদনের জন্য কফিন রাখা হয়।

অ্যা.ড শেখ মতিউর রহমান শুক্রবার (২৮ আগস্ট) রাত ১০ টা ৩০ মিনিটে ঢাকা নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর, তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক অ্যাড. সলিম উল্লাহ সেলিম বলেন, আ্যড. শেখ মতিউর রহমান বর্ষিয়ান রাজনৈতিক নেতা ছিলেন। তাঁর মৃত্যুতে চাঁদপুরের সার্বজনীনন রাজনৈতিক অঙ্গনসহ জাতীয়াবাদী সকল নেতাকর্মীরা গভীরভাবে শোকাহত।

জানাযাপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, অ্যাড. শেখ মতিউর রহমানের ছোট ভাই ডা. মোস্তাফিজুর রহমান, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক সফিউদ্দিন আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হামিদ মাস্টার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল, পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, জেলা জামায়াতের সাবেক আমির এইচ আহমদ উল্যাহ মিয়া, সদর উপজেলা চেয়ারম্যান দেওয়ান মো. সফিকুজ্জামান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাড. সলিম উল্ল্যাহ সেলিম, সদর উপজেলা ভ্যাইচ চেয়ারম্যান অ্যাড. শাহাজাহান মিয়া, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. জহিরুল ইসলাম, গণফোরামের সভাপতি অ্যাড. সেলিম আকবর, আইনজীবী সমিতির সাবেক সভাপতি কামরুল ইসলাম।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ পৌর মেয়র আব্দুল মান্নান খান বাচ্চু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান বাবলু, মনির চৌধুরী, খলিল গাজী, চাঁদপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ এএসএম দেলোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব ওচমান গনি পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েলসহ জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জানাযা শেষে অ্যাড. শেখ মতিউর রহমানের মরদেহ ষোলঘর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযায় ইমামতি করেন ইসলামপুর গাছতলা দরবার শরীফের পীর খাজা অলিউল্লাহ।

চাঁদপুর টাইমস- প্রতিনিধি/ডিএইচ/2015।

Share